০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নবগঠিত ক্রিকেট দলের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২৩
নবগঠিত ক্রিকেট দলের উদ্বোধন মইনুজ্জামান চৌধুরীকে ক্রেস্ট প্রদান


নিউইয়র্কের ক্রীড়াঙ্গনে মৌলভীবাজার ইউনাইটেড ক্লাব নামে একটি ক্রীড়া এবং সামাজিক সংস্থার উদ্বোধন হলো গত ৮ জুলাই সন্ধ্যায় স্থানীয় এস্টোরিয়া এলাকার হ্যালো বাংলাদেশ রেস্তোরাঁয়। ভবিষ্যতে নিউইয়র্কের সামাজিক অঙ্গন ও ক্রীড়াঙ্গনে অনন্য ভূমিকা রাখার প্রত্যয়ে নিউইয়র্কস্থ মৌলভীবাজার জেলাবাসীদের  মধ্যে  উদ্যমী  এক দল তরুণের দুঃসাহসিক প্রয়াস বলে উপস্থিত জেলার বিশিষ্টজনরা মতপ্রকাশ করেন। নবগঠিত মৌলভীবাজারের ইউনাইটেড ক্লাবের উত্তরোত্তর শুভ কামনা করে বক্তব্য রাখেন সৈয়দ সিদ্দিকুল হাসান, ক্রীড়া সংগঠক রজব আলী, শাহ জাবের আহমদ, শাহাবুদ্দিন চৌধুরী, লেখক ইশতিয়াক রুপু, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, রিয়েলটর ময়নুজ্জামান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের জনপ্রিয় শিল্পী মৌলভীবাজারের কৃতীসন্তান গায়ক সেলিম চৌধুরী। শিল্পী সেলিম চৌধুরী নিউইয়র্কে বসবাসকারী জেলার তরুণ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, মৌলবীবাজার জেলাবাসীর মুখ উজ্জ্বল করতে খেলোয়াড়রা বিশেষ ভূমিকা রাখবেন বলে আমার আশা। মনোজ্ঞ ও সুশৃঙ্খল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যথাক্রমে- ইমাদ চৌধুরী, সৈয়দ ফাহমি এবং টুকু চৌধুরী। অনুষ্ঠানে ক্লাবকে আর্থিক সহায়তাকারী সম্মানিত  স্পন্সর ও সংগঠকদের ক্রেস্ট প্রদান করে সম্মান প্রদর্শন করা হয়।

শেয়ার করুন