১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


গ্যাস পাইপলাইন জরুরি রক্ষনা বেক্ষন
জিটিসিএল কারিগরি দল আরো একটি চ্যালেঞ্জ জয়ী হলো
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২২
জিটিসিএল কারিগরি দল আরো একটি চ্যালেঞ্জ জয়ী হলো দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা এবং ঈদ আনন্দ উৎসর্গ করে আমার জিটিসিএল সহকর্মীরা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করছে,ছবি/সংগৃহীত


ঈদ আনন্দ বিসর্জন দিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড ( জিটিসিএল ) কোম্পানির কুশলী কারিগরি দল প্রকৌশলী আইনুল কবিরের নেতৃত্বে ধনুয়া -সাভার উচ্চ চাপ গ্যাস পাইপলাইন জরুরি রক্ষনা বেক্ষন কাজ সুচারু ভাবে রেকর্ড সময়ে সম্পাদন করেছে।  

এখন পাইপলাইন পুনরায় কমিশনিং করা পর্যায়ে আছে। ফলশ্রুতিতে পাইপলাইন আওতাধীন এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি খুব একটা বিঘ্ন ঘটবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে জিটিসিএলের একটি দল ভূঞাপুর -যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত পাইপলাইনের অংশবিশেষ প্রতিস্থাপনের কাজ করছে। 

জিটিসিএল সারাদেশ ব্যাপী বিস্তৃত বাংলাদেশ জাতীয় গ্যাস গ্রিড পরিচালনা, রক্ষনাবেক্ষন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর সম্প্রসারণের দায়িত্বে নিয়োজিত। ১৯৯৪ জন্ম লগ্ন থেকে এযাবৎ প্রতিটি দায়িত্ব অত্যন্ত সুচারু ভাবে সম্পাদন করেছে জিটিসিএল। ফলশ্রুতিতে এখন জাতীয় গ্যাস গ্রিড মহেশখালী থেকে বগুড়া এবং বিয়ানীবাজার থেকে খুলনা পর্যন্ত বিস্তৃত। 

অচিরেই চালু হবার অপেক্ষায় পদ্মা বহুমুখী  সেতু বরাবর নির্মিত গ্যাস পাইপলাইন চালু হবে। গ্যাস উৎস ( গ্যাস ক্ষেত্র ,এলএনজি টার্মিনাল ) থেকে উচ্চ চাপে নিরাপদে গ্যাস বিতরণ এলাকায় পৌঁছে দেয়ার গুরু দায়িত্ব জিটিসিএলের উপর অর্পিত। গ্যাস সরবরাহ চেনের গুরুদায়িত্ব প্লান করে জিটিসিলের দক্ষতার উপর গ্যাস সরবরাহ নিচয়তা বিশেষ ভাবে নির্ভরশীল।

শেয়ার করুন