০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১১:১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


জাসাস পেনসিলভানিয়ার কমিটি অনুমোদনের পথে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
জাসাস পেনসিলভানিয়ার কমিটি অনুমোদনের পথে জাসাসের সভায় উপস্থিত নেতৃবৃন্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাষ্ট্র শাখাকে ঢেলে সাজানোর মনোভাব নিয়ে এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক জননেতা হেলাল খান এবং সুযোগ্য সদস্য সচিব জাকির হোসেন রোকনের হাত শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র জাসাস পেনসিলভানিয়ায় স্টেট কমিটির গঠিত করার উদ্যোগ নিয়ে গত ২০ আগস্ট রবিবার পেনসিলভানিয়া স্টেট বিএনপির সুযোগ্য সভাপতি শাহ ফরিদের সহযোগিতায় ঘরোয়া পরিবেশে আলাপ আলোচনা করে সুপার ফাইভের একটি তালিকা লিপিবদ্ধ করেছে এবং যুক্তরাষ্ট্র জাসাস খুব শিগ্ইগরই এই কমিটিকে অনুমোদন দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং সদস্যসচিব জাহাঙ্গীর সরোয়ার্র্দী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির নেতৃবৃন্দ, নোয়াখালী ফোরামের নেতৃবৃন্দ এবং প্রস্তাবিত জাসাস পেনসিলভানিয়া স্টেট কমিটির নেতৃবৃন্দ। 

যুক্তরাষ্ট্র জাসাসের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান।

শেয়ার করুন