পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ নিউজার্সি ও শাহজালাল লতিফিয়া মাদরাসার যৌথ উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বও রোববার আশেকে রাসুলদের এক নুরানি রুহানি মাহফিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে প্যাটারসনের মুসলিম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বাদ আসর থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহর রাসুলের শানে পবিত্র কাসিদায়ে বুরদা শরিফ স্থানীয় ওলামায়ে কেরাম পাঠ করেন। এতে অংশগ্রহণ করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, মসজিদ আল ফেরদৌসের খতিব হাফিজ মাওলানা আবদুল কুদ্দুস মঞ্জলালী, মাদরাসার শিক্ষক হাফিজ আলাউদ্দিন, হাফিজ মাওলানা আবদুল্লাহ আল হামিদ, মাদরাসার শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, মাওলানা ইমরান আহমদ, কারি মাহতাব আহমদ, হাফিজ সৈয়দ খোবায়েব আলী, কারি মাশুক আহমদ, সৈয়দ খালেদ আলী ও লুৎফুর রহমান খান, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ খলিলসহ প্রমুখ।