০৩ অক্টোবর ২০২৫, শুক্রবার, ০২:৩২:৩৪ পূর্বাহ্ন


নিউজিল্যান্ডের বিপক্ষেও হার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২৩
নিউজিল্যান্ডের বিপক্ষেও হার শান্তনামূলক উইকেট। এত দুর্বল স্কোরের বিপক্ষে বোলারদের কি করার আছে ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে/ছবি সংগৃহীত


ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় হার। শক্তির তারতম্য তো আছেই। জয় পরাজয়ও থাকবে। কিন্তু লড়াইয়ের আগেই হার মেনে যাওয়া ম্যাচে প্রচন্ড বিরক্তি বাংলাদেশের মানুষ। এমন ক্রিকেট খেলা দেখতে অনভ্যস্ত। দলের খেলোয়াড়দের নড়বড়ে অবস্থা। বডি ল্যাঙ্গুয়েজে দুর্বলতা সব মিলিয়ে এক দায়সারা গোছেরই ম্যাচ খেলে ফিরেছেন যেন তারা।


প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেয়ে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু। একমাত্র সাকিব মুশফিক জুটি কিছুক্ষন টিকেছিলেন। আর শেষের দিকে অর্থাৎ ৮ নাম্বার ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে মাহমুদুল্লাহ গোটা ৪১ রান করেন এই যা। তাতে সেই পুরানো আমলে ২৪৫/৯ টাইপের একটা স্কোর হয়। মুশফিক করেছিলেন ৬৬ রান। এছাড়া সাকিবের ৪০ রান উল্লেখযোগ্য। ভারতে এবারের আসরে সাড়ে তিনশ করেও ম্যাচ বাচানো যায় না যেখানে সেখানে


নিউজিল্যান্ডের সামনে ওই রান শুধু ব্যাটিং প্রাকটিস ছাড়া আর কিছু নয়। সেটাই করছেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক কেন উইলিয়ামসনরা। ৪২.৫ ওভারে ২ উইকেট হারিয়েই পৌছায় তারা লক্ষ্যে। ওপেনার কনওয়ে ৪৫ রান করার পর কেন উইলিয়ামসন ৭৮ করে উঠে যান। মিচেল শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত থেকে দলের বিজয় নিশ্চিত করে ফেরেন। অসম লড়াইয়ের এ ম্যাচে নিউজিল্যান্ডের পতনকৃত দুই উইকেট নেন মুস্তাফিজ ও সাকিব। ব্যাটসম্যানদের  

শেয়ার করুন