০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিএনপি’র সমাবেশে হামলা সমাবেশ পন্ড নিন্দা বাম গণতান্ত্রিক জোটের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
বিএনপি’র সমাবেশে হামলা সমাবেশ পন্ড নিন্দা বাম গণতান্ত্রিক জোটের


বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটি আজ বিকাল ৪টায় এক জরুরী সভা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)‘র সহ সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টি’র আব্দুল আলী, বিপ্লবী সমাজতান্ত্রিক পার্টি’র শহীদুল ইসলাম সবুজ সভা থেকে এক যুক্ত বিবৃতিতে বিএনপি’র সমাবেশে দফায় দফায় পুলিশী হামলা, সমাবেশ পন্ড করে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছে।


সমাবেশের পূর্বানুমতি থাকা সত্ত্বেও তল্লাশীর নামে হয়রানি, সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এমনকি সমাবেশের মাইক বন্ধ করে দিয়ে সরকার চরম ফ্যাসীবাদী আচরণ করেছে বলে বাম জোট নেতৃবৃন্দ বলেন, ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও ধ্বংস করে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এবং নানা চক্রান্ত ও তৎপরতার পথ প্রশস্ত করছে।

নেতৃবৃন্দ দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেয়া, সরকারের পদত্যাগ এবং দেশকে পুুলিশি রাষ্ট্র পরিণত করার প্রতিবাদে বাম জোটের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

বাম জোট সমাবেশে হামলা, নির্যাতন ও সভা সমাবেশ পন্ড করার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের  দাবিতে আগামী ৩০ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হব

শেয়ার করুন