১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৫:৩১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ
‘সরকার ফ্যাসীবাদী শাসন টিকিয়ে রাখতে চায়’
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-১১-২০২৩
‘সরকার ফ্যাসীবাদী শাসন টিকিয়ে রাখতে চায়’ বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ


সরকার দমন-পীড়নের মাধ্যমে ফ্যাসীবাদী শাসন টিকিয়ে রাখতে চায় বলে উল্লেখ্য করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র নেতৃবৃন্দ। গত ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেলে য় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ এই কথা বলেন। মোর্চার সমন্বয়ক ও সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান। উপস্থিতি ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। 

নেতৃবৃন্দ বলেন, বিএনপির পূর্বঘোষিত সমাবেশে সরকার ন্যক্কারজনক হামলা করেছে। পুলিশের ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ, গুলি, সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের পাশাপাশি সরকারি দলের লাঠিধারী কর্মীদের তাণ্ডবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। জনমত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার জন্যে সরকারের নগ্ন ফ্যাসিবাদী আচরণ দেশকে গভীর সংকট ও চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আমরা সরকারি চণ্ডনীতির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবন্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।

নেতৃবৃন্দ ফ্যাসিবাদী দমন-পীড়ন বন্ধ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রশক্তির জোরে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইলে জনগণের আন্দোলন আরও তীব্র হবে এবং সে আন্দোলনে সরকারের পতন অনিবার্য হয়ে ওঠবে। নেতৃবৃন্দ, গাজীপুরে শ্রমিক হত্যাও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে শ্রমিদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন