২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ০৫:৪২:৪৪ পূর্বাহ্ন


৬ ও ৭ জানুয়ারী বিএনপির হরতালের ডাক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
৬ ও ৭ জানুয়ারী বিএনপির হরতালের ডাক


আবারও হরতাল কর্মসূচিতে ফিরলো বিএনপি। এবার নির্বাচনের আগের দিন অর্থাৎ ৬ জানুয়ারী ও ৭ জানুয়ারী ভোটের দিন টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।   
 এর আগে দুপুরে টানা ১০ দিন লিফলেট বিতরণের পর নতুন কর্মসূচি ঘোষণা দেন তিনি। ভোট বর্জনের আহ্বানে আগামীকাল শুক্রবার সারা দেশে মিছিল ও


গণসংযোগ করার কথা জানানো হয়। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করবে বলে জানান রিজভী।     
বিএনপি টানা অবরোধ কর্মসূচির বাইরে যেয়ে ভোট বর্জনের আহ্বানে গত ২৬ ডিসেম্বর থেকে দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন শুরু করে বিএনপিসহ বিরোধীরা। সেদিন থেকে আজ বুহস্পতিবার পর্যন্ত একটানা এই কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।

শেয়ার করুন