০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:০০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


সৌদী আরব সহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৪-২০২২
সৌদী আরব সহ বিশ্বের অনেক দেশে রোজা শুরু


বাংলাদেশেও কাল থেকে শুরু 

সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে।  যেহেতু চাঁদ দেখা সাপেক্ষে, রমজানের সূচনা। সেমতে গতকাল চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে সিয়াম সাধনা চলছে দেশটিতে । শুধু সৌদি আরবই নয়। ওই দেশটির সঙ্গে মিল রেখে বিশ্বের বহু দেশই বিশেষ করে যে দেশে আলাদা করে চাদ দেখা বা শরীয়া বোর্ড নেই, সে দেশে সৌদীর সঙ্গে মিল রেখেই ইসলামের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে। 

বাংলাদেশে স্বাভাবিকভাবে কাল থেকে রোজা শুরু হওয়ার কথা। এখানেও চাঁদ দেখার বিষয়টি রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুসারে কাল থেকে রোজা শুরু হওয়ার কথা, তবে জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশন বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করবে। যদি তারা ব্যাতিক্রম না করে (চাদ দেখা যাওয়া প্রসঙ্গ নিয়ে) এর পরিপ্রেক্ষিতে আজ রাতে তারাবি নামাজের মাধ্যমে রমজানের কার্যক্রম শুরু করবে মুসলমানরা। 

 ইতিমধ্যে বাংলাদেশের সর্বত্র মানুষ সিয়াম সাধনার সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে ফলে সবার উপস্থিতিতে আজ থেকে তারাবি এবং কাল থেকে রোজা রাখার চিন্তা। 

এদিকে পবিত্র রমজান মাস ঘিরে দুশ্চিন্তার ভাজ পরেছে মানুষদের মধ্যে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বিরাজমান। রমজান মাসে যেহেতু সারাদিন পানাহার থেকে বিরত থাকতে হয়, তাই মানুষ চেষ্টা করে রাতের বেলায় যতটুকু খাবার গ্রহণ করতে হয়, সেটা যেন মানসম্মত খাবার উপযোগী হয়। কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষের সে ক্ষমতা অনেকাংশেই কমে গেছে। 

সাধারণ মানুষের মধ্যে এটা একটা দুশ্চিন্তার কারণ। বাজারে সব ধরনের খাবার পর্যাপ্ত বিদ্যমান। কিন্তু মালপত্রের দাম অধিক হওয়ায় মানুষ প্রয়োজনের তুলনায় সমন্বয় করতে চেষ্টা করছে। যদিও এ ব্যাপারে তাদের কিছুই করার নেই। সরকার ইতিমধ্যে বাজার মূল্য বিশেষ করে রমজান মাসে বাজার মূল্য স্থিতি রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ব্যবসায়ীরা শুনছেন না। সারা বিশ্বের রমজান মাসে কে কেন্দ্র করে ব্যবসায়ীরা ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ছাড় দিয়ে থাকে। বাংলাদেশ এর ব্যতিক্রম প্রতিবারই। এবারও। 

শেয়ার করুন