০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০১:১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বাংলা ক্রীড়া ধারাভাষ্যের গুণগত মান উন্নয়ন জরুরি
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২২
বাংলা ক্রীড়া ধারাভাষ্যের গুণগত মান উন্নয়ন জরুরি


দুনিয়ায় একমাত্র বাংলাদেশেই সবাই বাংলা জানে, বোঝে , অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় বাংলাদেশের অবস্থান যেখানেই থাকুক, বাংলাদেশের সকল প্রান্তেই অধিকাংশ খেলা হয় অনেক উৎসাহ আন্তরিকতার সাথে। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় খেলাধুলোর খবর প্রচার করা হয়, গুরুত্বের সঙ্গে। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভশন কিন্তু বাংলা ধারাভাষ্য প্রচারে উদাসীন। আর তাই মরহুম তাওফিক আজিজ ভাই, শাহজাহান ভাই, হামিদ ভাই ,মিন্টু ভাই , আতউল হক মল্লিক ভাইদের উত্তরসূরি হয়ে আলফাজ ভাই নিখিল দাস ছাড়া সত্যিকার অর্থে খুব কম উঠে আসছে না।

 ইদানিং কিছু প্রাইভেট টিভি চ্যানেল , প্রাইভেট রেডিও মেধাবী নতুন ছেলে মেয়েদের  সুযোগ দিলেও একটি প্রতিক্রিয়াশীল চক্র মেধাবীদের সুযোগ দিচ্ছে না রেডিওতে।  সম্প্রতি নতুন ধারাভাষ্যকার নির্বাচনের জন্য অনুষ্ঠিত একটি পরীক্ষা থেকে এমনি আলামত পাওয়া গাছে।

তবুও সান্তনা শামসুল ইসলাম , জামিল সোহো কয়েকজন উঠে আসছেন। অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশ বেতারে একজন সবজান্তা ধারাভাষ্যকার (যার ধারাভাষ্য শুনলে মনে হবে কোনো ভোগ্য পণ্যের প্রচার কর্মী ) একছত্র অশুভ প্রভাব বিস্তার করে মেধাবীদের পথ রোধ করেছে। দেশের স্বার্থে খেলাধুলোর স্বার্থে তথ্য মন্ত্রণালয়ের উচিত বিষয়টি নিরপেক্ষ ভাবে তলিয়ে দেখা। ভারতে শুধু মাত্র পশ্চিম বঙ্গে বাংলা ভাষাভাষী মানুষ। অথচ গুনে মানে বাংলাদেশের বাংলা ধারাভাষ্য মান ভারতের ধরে কাছেও নেই। 

ভালো ধারাভাষ্য দিতে হলে উন্নত ভাষা গানের পাশাপাশি খেলাধুলোর নিয়ম কানুনগুলো বিষয়ে বিস্তারিত গান অত্যাবশ্যক। সেই সঙ্গে কথা বলায় সতঃস্ফূর্তটা , শুদ্ধ উচ্চারণ প্রয়োজন। অথচ রেডিওতে যারা অধিকাংশ সময়ে ধারাভাষ্য দিচ্ছেন তাদের অনেকেরই ধারাভাষ্যের এই সব অত্যাবশ্যকীয় বিষয়ে দক্ষতা নাই।  যেই দুই একজনকে বাংলাদেশ বেতার দেবতা মনে করে তাদের ধারাভাষ্য শ্রবণ কটু। অনেক ক্ষত্রে আলফাজউদ্দিন আহমেদ,  নিখিল দাসকে উপেক্ষা করা হয়। 

আমি চ্যানেলআই রেডিও ভূমির একটি উদ্যোগের সঙ্গে জড়িত ছিলাম শামস সুমনের অনুরোধে। সেখানে একঝাঁক মেধামী তরুণ উঠেই আসছিলো। এরা সবাই ধারাভাষ্য নিয়ে রিসার্চ করে।  ভাষা জ্ঞান প্রয়োগ শৈলী উন্নত মানের। শুনলাম এবার বাংলাদেশ ধারা ভাষ্যকার নির্বাচনে এদের বেশ কয়েকজন অংশ নিয়েছিল। একটি বিশেষ ব্যাক্তির কারসাজিতে ওদের কাউকেই সুযোগ দেয়া হয় নিয়ে। এগুলো সত্যিই দুঃখ জনক।  আইসিসি সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বাংলা বা ইংরেজিতে কিছু মানুষ চর দখলের মতো ধারাভাষ্য কাজটি আঁকড়ে রেখেছেন। আর তাই খেলাধুলোর পাশাপাশি ধারাভাষ্যের ম্যান উন্নয়ন স্থবির হয়ে আছে। 


শেয়ার করুন