১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘কুরুচীপূর্ন’ মন্তব্যের প্রতিবাদে বিএনপির মশাল মিছিল
রুহুল কবীর রিজভী সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৫-২০২২
রুহুল কবীর রিজভী সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা বুধবার রুহুল কবীর রিজভীর নেতৃত্বে মশাল মিছিল/ছবি সংগৃহীত


বিএনপি সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলামসহ বিএনপির ১৫০ নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে পুলিশ। রাজধানীর নয়াপল্টন এলাকায় রাতে ওই মশাল মিছিল করে বিএনপি।  

এতে আজ বৃহস্পতিবার  পুলিশ বাদী হয়ে পল্টন থানায় ওই মামলা দায়ের হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে আসামীরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল,বাঁশের লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দিয়েছে। এ সময় ভাঙচুর ও পুলিশের উপর আক্রমন করা হয়েছে। এতে এক পুলিশ কনষ্টেবল ও আনসার জখম হয়েছেন। পুলিশ সেখান থেকে ৪৪ টি মশালের কাঠের লাঠি, ১৫ টি বাশের লাঠি ও ৫৫ টি ইটের টুকরা উদ্ধার করেছে।   

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে গতকাল বুধবার রাতে নয়াপল্টন এলাকায় ওই মশাল মিছিল বের হয়। জানা গেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপুর্ন’ মন্তব্য করায় মশাল মিছিল বের করে প্রতিবাদ জানানো হয়েছে।  


শেয়ার করুন