১৮ জুন ২০১২, মঙ্গলবার, ০৮:০২:৩৪ অপরাহ্ন


বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রথম বৈঠক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৬-২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের প্রথম বৈঠক বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনের বৈঠকে কমিশনারবৃন্দ


প্রবাসের অন্যতম মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে। ইতিমধ্যেই বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে। সেই নির্বাচন কমিশনের প্রথম বৈঠক গত ৫ জুন সোমবার জ্যাকসন হাইটের শেফ মহাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ (জনি) এবং উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান (বাদল) ও আহবাব চৌধুরী খোকন।

সভাটি ছিল মূলত নির্বাচন কমিশনের পরিচিতি সভা। সভায় কমিশনারবৃন্দ বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচন অবাধ, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সবাই সংকল্প ব্যক্ত করেন এবং সব প্রবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন