০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ১০:১৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


অ্যাটর্নি মঈন চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৩
অ্যাটর্নি মঈন চৌধুরী ফুলেল শুভেচ্ছায় সিক্ত অ্যাটর্নি মঈন চৌধুরীকে ফুলেল অভিনন্দন


হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক গত ১৩ এপ্রিল সন্ধ্যায় সিলেটের সর্ববৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনিযুক্ত ট্রাস্টি বোর্ডের সদস্য এবং কুইন্স ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় জ্যাকসন হাইটসের মামা’স পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আজদু মিয়া তালুকদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইনকের সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউদ্দীন তালুকদার, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের বোর্ড অব ট্রাস্টি ছদরুন নুর, বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, হবিগঞ্জ সদর সমিতি সভাপতি মিয়া মো. আছকির, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক সভাপতি শেখ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সহসভাপতি  রেজাউল আজাদ ভূইয়া ও সাবেক উপদেষ্টা লিয়াকত আলী চেয়ারম্যান প্রমুখ।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনিযুক্ত ট্রাস্টি বোর্ড সদস্য অ্যাটর্নি মঈন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহসভাপতি সাব্বির হোসেন, পূবালী ব্যাংকের ম্যানেজার মঞ্জু মিয়া চকদার, ওসমানীনগর অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বশির উদ্দিন, বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি লুৎফুর রহমান লাতু, অ্যাডভোকেট মিহির পাল চৌধুরী, অ্যঠডঋেঠকেট এ এফ এম মো. জুবায়ের হোসেন, ফয়সাল আহমেদ খান সাবেক সহ-সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর সমিতি, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ ও নাজনীন হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি আশফাকুল হক চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর মিয়া, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ও সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহাগ আফসার, সদস্য তাজুল ইসলাম মানিক, আনিসুর রহমান ভূঁইয়া, আব্দুল গনি সুলতান, আবদাল হোসেন, জহুর আলী চৌধুরী, সাবেক বাংলাদেশ পুলিশ কর্মকর্তা এএসপি মো. কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রবাসে ও দেশে হবিগঞ্জ জেলার অসুস্থ সব ব্যক্তির রোগমুক্তি কামনা ও  মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির  সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী।

পরিশেষে সংগঠনের সার্বিক কল্যাণের লক্ষ্যে সবার করণীয় ও সবকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন