৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:২০:০৩ পূর্বাহ্ন


ডিয়ারবর্নে আশুরার ধর্মীয় মিছিলে হুমকির অভিযোগে যুবক গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৮-২০২৫
ডিয়ারবর্নে আশুরার ধর্মীয় মিছিলে হুমকির অভিযোগে যুবক গ্রেফতার প্রতীকী ছবি


মিশিগানের ডিয়ারবর্নে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত শান্তিপূর্ণ ধর্মীয় মিছিলে হুমকি দেওয়ার অভিযোগে এক ২৭ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ‘জাস্টিস মার্চ’ নামে পরিচিত এ শোক মিছিলে অংশগ্রহণকারীদের প্রতি সহিংসতার হুমকি দেওয়ার পর ২৬ আগস্ট কয়েক ঘণ্টার মধ্যেই ওই যুবককে আটক করা হয়। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি গার্ডেন সিটির বাসিন্দা। ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হাম্মুদ ও পুলিশ প্রধান ইসা শাহিন এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের কমিউনিটির বিরুদ্ধে কোনো ধরনের হুমকিকে আমরা সহ্য করব না। সহিংসতার হুমকি এলেই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তারা আরো জানান, এ ধরনের হুমকি শুধু শান্তিপূর্ণ পরিবেশের জন্যই নয়, ধর্মীয় স্বাধীনতার জন্যও হুমকিস্বরূপ।

ওয়াশিংটন ডিসিভিত্তিক শিয়া মুসলিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাহাত হুসেইন পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, এটি কোনো কাল্পনিক হুমকি নয়। এটি একটি ধর্মীয় সম্প্রদায়কে আতঙ্কিত করার স্পষ্ট প্রচেষ্টা এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি দাবি করেন, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর উচিত এসব হুমকিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে অভিযুক্তকে বিচারের আওতায় আনা।

এ শোক মিছিলের আয়োজন করেছিল ডিয়ারবর্নের কারবালা ইসলামিক এডুকেশনাল সেন্টার। আয়োজকদের মতে, এবারের আয়োজনে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নিয়েছেন, যা তাদের ইতিহাসে সর্ববৃহৎ উপস্থিতি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে আয়োজকরা জানান, এ ‘আরবাঈন প্রসেশন’ সপ্তম শতাব্দীতে কারবালার যুদ্ধে শহিদ ইমাম হুসাইনের স্মরণে অনুষ্ঠিত হয়। মিশিগানের কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের নির্বাহী পরিচালক দাউদ ওয়ালিদ জানান, কারবালা সেন্টার আগেও ভাঙচুর ও হুমকির শিকার হয়েছে। তিনি অভিযুক্তের বিরুদ্ধে মিশিগান রাজ্যের ‘অ্যাথনিক ইনটিমিডেশন’ আইনের আওতায় অভিযোগ আনার আহ্বান জানান এবং বলেন, কোনো নাগরিক গোষ্ঠীকে তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে হুমকি বা ভয়ের মধ্যে বসবাস করতে বাধ্য করা যায় না। ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে। অভিযুক্তের বিস্তারিত পরিচয় তদন্তের পর প্রকাশ করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন