২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:২৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে প্রজ্ঞা-আত্মা’র অভিনন্দন, দ্রুত গেজেট প্রকাশের দাবি বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান ফুজি ফিফথ স্টেশন ইতিহাস গড়ে বিচারপতি হলেন বাংলাদেশি আমেরিকান সোমা হাদির খুনিদের শাস্তির দাবিতে স্মারকলিপি ও গায়েবানা জানাজা মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ‘স্যাংচুয়ারি ক্যাম্পাস’ ঘোষণার দাবি শিক্ষার্থীদের কিউনি ও সুইনি ছাত্রছাত্রীদের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ ২০২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু তৃতীয় দেশে ফেরত পাঠানোর যুক্তিতে আশ্রয় আবেদন বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের নতুন নির্দেশনা ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় ৩৯ দেশ


খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৪
খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল বক্তব্য রাখছেন হাবিবুর রহমান সেলিম রেজা


গত ২৫ জুন জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। তাকে সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার মসজিদের ইমাম মাওলানা মো. মোজাম্মেল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, শাহাদাত হোসেন রাজু, সাবেক সদস্য গোলাম এন হায়দার মুকুট, মিজানুর রহমান মিজান, মো. আব্বাস, ফারদিন রনি, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাশেদ (স্বেচ্ছাসেবক দল), মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মান্নু, মোহাম্মদ নাজমুল, মো. জুয়েল, মনির হোসেন, গোলাম মাহমুদসহ অনেকে।

দোয়া মাহফিলের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা তার বক্তব্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন