১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৬:০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


প্রেসিডেন্ট জো বাইডেন কি পারকিনসন্স রোগে আক্রান্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২৪
প্রেসিডেন্ট জো বাইডেন কি পারকিনসন্স রোগে আক্রান্ত প্রেসিডেন্ট বাইডেন তার চিকিৎসক ডা. কেভিন ও’কনরের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসের দিকে কলোনাড ধরে হাঁটছেন


গত ২৭ জুন প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার প্রথম বিতর্কে জো বাইডেন তার বক্তব্যে হোঁচট খেয়ে যান, মঞ্চে তিনি দুর্বল হয়ে পড়েন, বিপর্যস্ত হয়ে পড়েন এবং মাঝেমধ্যে তার চিন্তার ট্রেন হারিয়ে ফেলার পর থেকে বাইডেন অপ্রত্যাশিত অসুস্থতায় ভুগছেন এমন উদ্বেগ বেড়েছে। বিতর্কে প্রেসিডেন্ট বাইডেন তন্দ্রাগত অবস্থায় প্রশ্নের জবাব দেন।

হোয়াইট হাউসের ভিজিটর লগের পর্যালোচনায় দেখা গেছে যে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারের একজন স্নায়ু বিশেষজ্ঞ এবং মুভমেন্ট ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর কেভিন ক্যানার্ড গত আগস্ট ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্ত আট বার হোয়াইট হাউসে গিয়েছিলেন। ক্যানার্ড ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে প্রারম্ভিক পারকিনসন্স রোগের চিকিৎসার ওপর সহ-লেখক গবেষণা করেছেন। লগগুলো অনুসারে, কানার্ড জানুয়ারির মাঝামাঝি সময়ে হোয়াইট হাউসে হোয়াইট হাউসের চিকিৎসক ড. কেভিন ও’কনরের সঙ্গে দেখা করেছিলেন। হোয়াইট হাউসে ক্যানার্ডের সফরের কথা প্রথম দ্য নিউইয়র্ক পোস্ট ৬ জুলাই রিপোর্ট করে।

 হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জিন পিয়েরে ডা. ক্যানার্ডের সফর সম্পর্কে নিশ্চিত বা বিস্তারিত বলতে অস্বীকার করেন। মিডিয়া ব্রিফিংয়ে তাকে প্রায়শই সাংবাদিকরা চ্যালেঞ্জ করছিলেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন তার বার্ষিক শারীরিক পরীক্ষার সঙ্গে যুক্ত একজন নিউরোলজিস্টকে তিনবার দেখেছিলেন। তিনি হোয়াইট হাউসে ক্যানার্ডের উপস্থিতি ব্যাখ্যা করেননি। তবে তিনি বলেন, হোয়াইট হাউসে হাজার হাজার সামরিক কর্মী আসেন এবং তারা মেডিকেল ইউনিটের তত্ত্বাবধানে থাকে। এটি হোয়াইট হাউস কমপ্লেক্সে কাজ করা কিছু সামরিক কর্মীদের চিকিৎসার সঙ্গে যুক্ত হতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে এক ব্রিফিংয়ে বলেন, প্রেসিডেন্টের কি পারকিনসন্সের চিকিৎসা করা হয়েছে? না। তিনি কি পারকিনসন্সের চিকিৎসা নিচ্ছেন? না, তিনি কি পারকিনসন্সের জন্য ওষুধ খাচ্ছেন? না। কারিন জিন-পিয়েরে আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেন কিছু ডেমোক্র্যাটের সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

শেয়ার করুন