০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৫৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ব্রুকলীনে মেলা ১৬ জুলাই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২২
ব্রুকলীনে মেলা ১৬ জুলাই ব্রুকলেনে মেলা/ফাইল ছবি


বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি ও ৬৬ প্রিসেন্ট কম্যুনিটি কাউন্সিলের আয়োজনে ব্রুকলীনে সপ্তম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে পথ মেলা। পথ মেলাটি আগামী ১৬ জুলাই দিনব্যাপী ব্রুকলীনের চার্চম্যাকডোনাল্ড এভিনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনের সভাপতি কাজী আজম এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানিয়েছেন মেলা উদ্বোধন করবেন বিশিষ্ট কলামিস্ট, ব্যবসায়ী এবং বাংলা সিডিপ্যাপের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ।

মেলার প্রধান অতিথি ডা. চৌধুরী সরওয়ার হাসান। বিশেষ অতিথি মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বিশিষ্ট এটর্নী মঈন চৌধুরী এবং মোহাম্মদ হানিফ। মেলার আহবায়ক হিসাবে রয়েছেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও মূলধারার রাজনীতিবিদ শাহ নেওয়াজ, সদস্য সচিব ফিরোজ আহমেদ এবং সাংস্কৃতিক চেয়ারম্যান এস এম ফেরদৌস। মেলার উদ্বোধন করা হবে দুপুর ১২টায় এবং মেলা শেষ হবে সন্ধ্যায়। মেলায় মূলধারার রাজনীতিবিদ ছাড়াও কম্যুনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মেলায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এস আই টুটুল, রিজিয়ার পারভীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলায় থাকবে শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের রাইড। 

শেয়ার করুন