১৬ জুন ২০২৫, সোমবার, ১০:৩৪:৫৮ পূর্বাহ্ন


জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৮-২০২৪
জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের লোগো/ছবি সংগৃহীত


বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর পর স্বরাষ্ট্রমন্ত্রনালয় এ প্রজ্ঞাপন জারি করে।



যা বলা হলো প্রজ্ঞাপনে-

স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ধারা ১৮ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এই আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল।


এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। সে সূত্র ধরেই এ প্রক্রিয়া সম্পাদিত হলো।

শেয়ার করুন