০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ০৭:২২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


ঐক্যবদ্ধ জেবিবিএ’র পথমেলা ৭ সেপ্টেম্বর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৮-২০২৪
ঐক্যবদ্ধ জেবিবিএ’র পথমেলা ৭ সেপ্টেম্বর জেবিবিএ’র নেতৃবৃন্দ


নিউইয়র্কে বাংলাদেশিদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস। এই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যে প্রতিষ্ঠিত হয়েছিল জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। নানা মতানৈক্যে সংগঠনটি দু’টি ভাগে বিভক্ত হয়ে কাজ করলেও সম্প্রতি দু’টি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সংগঠনটি পরিচালনাসহ এবছরের পথমেলা উদযাপন করার ঘোষণা দিয়েছেন। 

১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে দু’টি গ্রুপের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, আগামী ৭ সেপ্টেম্বর ঐক্যবদ্ধভাবে পথমেলা আয়োজন করা হবে। পথমেলায় কনভেনরের দায়িত্বে থাকবেন কামরুজ্জামান কামরুল, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন তারেক হাসান খান।

বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, জেবিবিএ’র দু’টি গ্রুপ থেকে ৫ অথবা ৬ জন দায়িত্বশীল ব্যক্তিকে নিয়ে একটি কমিটি গঠন করে আগামী ২ বছর জেবিবিএ’র কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে সদস্য লিস্ট হালনাগাদ করে পরবর্তী নির্বাচন আয়োজন করা হবে বলে জেবিবিএ’র উভয় গ্রুপের কর্মকর্তাগণ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তাগণ সংগঠন সংক্রান্ত আগামীর পরিকল্পনাসমূহ তুলে ধরেন।

এসময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেবিবিএ’র দুটি পক্ষের দুজন সভাপতি সভাপতি গিয়াস আহমেদ ও হারুণ ভূঁইয়া। সাধারণ সম্পাদকদ্বয় তারেক হাসান খান ও ফাহাদ সোলায়মান, বারী গ্রুপের সিইও আসেফ বারী টুটুল, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, ফাউমা ইনোভেটিভের কর্ণধার ফাহাদ সোলায়মান, জেড আলম নমি, জাকারিয়া মাসুদ জিকো, আবুল ফজল দিদারুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবুল হাসান, মফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও কমিউনিটির অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাসুদ রানা তপন, শাহ জে চৌধুরী, আফতাব জনি, নুরুল আমিন বাবু, মো: আব্দুল হামিদ প্রমুখ।

তবে শঙ্কা দেখা দিয়েছে এই ঐক্য থাকবে কি না। কারণ মেলার কমিটি নিয়ে কর্মকর্তাদের মধ্যে আবারো বিরোধ দেখা দেয়। দুই কর্মকর্তার মধ্যে প্রচন্ড বাকবিতন্ডা হয়। যদিও এক পর্যায়ে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন