০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:১৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


নিউজার্সিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৯-২০২৪
নিউজার্সিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বক্তব্য রাখছেন সৈয়দ জুবায়ের আলী


গত ১ সেপ্টেম্বর রোববার প্যাটারসনের গেরেট মাউন্টেইন হিলে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর আয়োজনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো নিউজার্সিস্থ জাতীয়তাবাদী পরিবারের মিলনমেলা। এ মিলনমেলাকে উৎসর্গ করা হয় বাংলাদেশের ভয়াবহ বন্যাদুর্গত মানুষের জন্য। মিলনমেলায় বন্যার্ত মানুষের জন্যে ফান্ড সংগ্রহ করা হয়, তাছাড়া অনুষ্ঠান বন্যাদুর্গত মানুষের জন্য, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী।

বেলা ১১টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, তাদের সঙ্গে ছিলেন মিলনমেলার আহ্বায়ক খসরু পারভেজ, যুগ্ম-আহ্বায়ক জয়নুল হক, সদস্য সচিব এ কে আজাদ খান। দিনব্যাপী ছিল সকালের নাশতা, দুপুরের খাবার, খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সর্বশেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র‍্যাফেল ড্র।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নিউজার্সি স্টেট সাউথের সভাপতি সৈয়দ মো. কাউছার, সাধারণ সম্পাদক রহমান বাবুল, বিএনপি নিউজার্সি নর্থের প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, উপদেষ্টা মৌসুফ চৌধুরী, হারুন চৌধুরী, মো. ইউনুস, অ্যাডভোকেট তারেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নিপন চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, তারেক খান, মো. খলিল, কামরান হাদী, ফরিদ পাঠান, এনাম চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, মাছুম চৌধুরী, জুয়েল চৌধুরী, মাহবুবুর রহমান, জুয়েল মুন্না, জাকারিয়া খান হিমেল চৌধুরী, তাজুল ইসলাম শাহীন, আমিনুল সিতু, আব্দুল আউয়াল সিপার, হাবিব চৌধুরী সেলু, বুরহান উদ্দিন বুলু, কামরুল হোসেন, মিটু মিয়া, রাহাদুল হাসান রুহেল, রহমত হোসেন রকিব, ষেদ আহমেদ, সুমন, রাহাত, ইয়ামিন, তামিম প্রমুখ।

শেয়ার করুন