১৫ অক্টোবর ২০১২, মঙ্গলবার, ০৯:৫৬:১২ অপরাহ্ন


প্রথম টেষ্ট
ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বড় হার
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০৯-২০২৪
ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বড় হার বাংলাদেশের বিপক্ষে জয়ের তৃপ্তি ভারতীয় দলে/ছবি সংগৃহীত


ভারতের বিপক্ষে কাংখিত পারফরমেন্সে ব্যর্থ বাংলাদেশ। বোলিংয়ে হাসান মাহমুদ একা যতটা লড়েছিল, তার ছিটে ফোটা অণ্য কোনো খেলোয়াড় দেখাতে ব্যর্থ। এ যেন পূর্বের সেই বাংলাদেশ দলই। পাকিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্সের পর আশা জেগেছিল। কিন্তু সেটা প্রত্যাশা সম্ভবত সঠিক ছিল না। অবশ্য বাংলাদেশের পারফরমেন্স আপ, ডাউন নিত্যঘটনা। এ যাত্রাতেও এমনটাই। পরের টেষ্টে ভাল কিছু করে ফেললে যেমন অবাক হওয়ার কিছু থাকবে না, তেমনি এর চেয়েও ব্যর্থ হলেও কিছুই বলার থাকবে না। এমন ধারাবাহিকতায় না থাকাটাই দলটির বড় সমস্যা।


এ ম্যাচে আজ চতুর্থ দিনে ২৩৪ রানেই অলআউট। এতে ২৮০ রানে হেরে যায় বাংলাদেশ। প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে ধ্বংসাত্বক অবস্থা থেকে টেনে তোলার পর দ্বিতীয় ইনিংসে দারুন বোলিং করে নিয়েছেন ৬ উইকেট দীর্ঘকায় ক্রিকেটার রবিচরন আশ্বিন। বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪৯ এর পর ফলোঅনে পরে। কিন্তু ভারত ফলোঅন করায়নি। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৪/৭ করে ডিক্লেয়ার করে। এতে ৫১৫ রানের জয়ের টার্গেট দাড়ায়। যদিও এটা ছিল ম্যাচের তৃতীয় দিনের কথা। ওই দিন চার উইকেট হারিয়ে, আজ চতুর্থ দিন বাকী উইকেট বিসর্জন দিয়ে হেরে গেছে লাঞ্চের আগেই।
আশ্বিন ম্যান অব দ্যা ম্যাচ।

শেয়ার করুন