০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৬:৫৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপের ড্র অনুষ্টিত , সহজ গ্রুপে ব্রাজিল - যুক্তরাষ্ট্র ডি গ্রুপে স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া


নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ-সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১০-২০২৪
নিউইয়র্কে আ. লীগের বিক্ষোভ-সমাবেশ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা


লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ২৭ অক্টোবর সন্ধ্যায়ও নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় গগনবিদারি স্লোগানে বাংলাদেশে অন্তর্র্বর্তী সরকারের মদদে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে এর চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ড. সিদ্দিকের সভাপতিত্বে এ বিক্ষোভ-সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী এনাম এবং আশরাফুজ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং দুরুদ মিয়া রনেল, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, শাহানারা রহমান, আলী হোসেন গজনবী, আতাউল গনি আসাদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, স্টেট সহ-সভাপতি শেখ আতিক, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, আওয়ামী আইনজীবী সমিতির নেতা মোরশেদা জামান, নিউইযর্ক মহানগর আওযামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল, সাংঠনিক সম্পাদক মাহফুজুর হক হায়দার, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল এবং ইকবাল হোসেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হৃদয় সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। উল্লেখ্য, গত দু’সপ্তাহ ধরে প্রায় দিনই সন্ধ্যায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ হচ্ছে।

শেয়ার করুন