গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি হাজি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা জসিম চৌধুরী, উপদেষ্টা মো. আলী, জাপার সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. মোহা. সেলিম আহমেদ, সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ জিএম ইলিয়াস, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, জাতীয় ছাত্র সমাজের সভপতি মোহা. ফয়েজ উদ্দিন, যুব সম্পাদক আবদুল মোতালেব, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মুসলিম।
সভার শুরুতে ৭১ সালে যারা যুদ্ধে নিজের জীবন ত্যাগ করেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫৩ বছরেও বাংলাদেশে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি, দেশের মানুষ, দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি মেলেনি, মানুষ গত ১৭ বছর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত, সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়নি, বেকারত্ব দূর করতে দেশের কোনো উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয় দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না। তাই আগামী প্রজন্ম যেন স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে সেজন্য সব রাজনৈতিক শক্তি ঐকমত্য জরুরি। স্বাধীনতার চেতনা বাস্তবায়ন জাতীয় ঐক্যের বিকল্প নেই, শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে, নির্বাচন শুধু মার্কা থাকবে কোনো প্রার্থী থাকবে না। জাতীয় পার্টি কোনোদিন স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক করবে না, বর্তমান সরকার দেশের মানুষের জন্য স্বাধীনতার স্বাদ পৌঁছে দেবেন। প্রেস বিজ্ঞপ্তি।