শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি আধুনিক বাংলাদেশের রূপকারও বটে। তিনি জীবনবাজি রেখে আমাদের দেশ দিয়েছেন। আর শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্টের ৮৯তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপারে বিভিন্ন স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউইয়র্ক দক্ষিণ বিএনপি
নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিউইয়র্ক মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন নাসিরের বাবার ইন্তেকালে তার রুহের মাগফিরাত কামনায় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের খতিব মাওলানা মোহাম্মদ সাদিক। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মৃধা, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, নিউইয়র্ক স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রইচ উদ্দিন, নিউইয়র্ক মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন রাজু, মো. রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, সাবেক সি. যুগ্ম-সদস্যসচিব সাইদুর খান ডিউক, স্বেচ্ছাসেবক দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, গোলাম এন হায়দার মুকুট, আজিজুল বারী তিতাস, কামাল হোসেন হাওলাদার, শরীফ চোধুরী পাপ্পু, ফারদিন রনি, মো. আব্বাস উদ্দিন, মো. মহসিন, জামাল হোসেন চৌধুরী। রুবেল গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাসেদ, মো. তফাজ্জল হোসেন, বিএনপি নেতা মজিবর রহমান স্বপন, মো. আক্তার হোসেন, মো. মনিরুজ্জামান, রবিন্স চোধুরী, মিজানুর রহমান, রমিজ উদ্দিন, মো. মান্নু প্রমুখ।
নিউজার্সি স্টেট নর্থ বিএনপি
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রেও প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) ইউএসএর পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার প্যাটারসনের বেঙ্গল ইন্স্যুরেন্সের হলে অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউজার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু, সহ-সভাপতি মোহাম্মদ খলিল, সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, মানবাধিকার বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তবে বলেন, জিয়াউর রহমান ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। জাতির এরকম এক মহাসংকটকালে ৭ নভেম্বর সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবে শহিদ জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন। তারা আরো বলেন, জিয়াউর রহমানের জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন। জিয়াউর রমানের হাত ধরেই দেশে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল, তা এখনো চলমান রয়েছে। তাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংস্কারে অজুহাত দেখিয়ে নির্বাচনকে বিলম্বিত করা ঠিক হবে না, যতদ্রুত সম্ভব সংস্কার শেষ করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।
অনুষ্ঠানে শহিদ জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।