১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার, ০৪:৫৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সহিংসতা, ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসার একমাত্র উত্তর ভালোবাসা’ বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাবনার দ্বার উম্মোচিত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করা হবে- ড. ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৩-দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ সুন্দরবন দিবসের বিষয়ে তরুণ প্রজন্ম কিছুই জানে না! ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন দুবাই পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে- ড. ইউনূস মানবাধিকার লঙ্ঘনে শেখ হাসিনা সরাসরি জড়িত- ভলকার টার্ক হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা


আরও ৪১ জন সদস্য বাড়ানোর ঘোষনা জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটিতে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
আরও ৪১ জন সদস্য বাড়ানোর ঘোষনা  জাতীয় নাগরিক  কেন্দ্রীয় কমিটিতে



 ফেব্রুয়ারীতেই  আত্বপ্রকাশ  হতে যাচ্ছে  জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল। কিন্তু এমন লগ্নে নতুন করে সদস্যের সংখ্যা বাড়িয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও ৪১ জন বাড়ানোর কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। যার ফলে এ কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জনে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সদস্য বাড়ানোর এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে (চেতনা) সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন করে আরও ৪১ জনকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য দাঁড়ালো মোট ১৮৮ জনে।

শেয়ার করুন