০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


জ্যাকসন হাইটসের একুশ উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
জ্যাকসন হাইটসের একুশ উদযাপন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের পুষ্পমাল্য অর্পণ


ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেদু ও কার্যকরি পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এবং জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ এবং জ্যাকসন হাইটস সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে মহান একুশে উদযাপন করা হয়েছে গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ভাষাশহিদের স্মরণে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রচণ্ড শীত ও তুষারপাতের মধ্যেই ভাষাশহিদদের আত্মার প্রতি সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন প্রবাসীরা।

এ আয়োজনে সহায়তাকারী ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দুলাল বেহেদু, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের রোমিও রহমান আগত সবাইকে এ আয়োজনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। অন্যদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম ছিল ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ও দোহার উপজেলা সমিতি। এছাড়াও সাধারণ প্রবাসীরা পুষ্পমাল্য অর্পণ করেন। প্রতি বছরই খোলা আকাশের নিচে অস্থায়ী শহিদ মিনার তৈরি করা হয় এবং এটি বাংলাদেশি ছাড়াও ভিন দেশিদের দৃষ্টি কাড়ে।

রাত ১২:০১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় সবার কণ্ঠে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

শেয়ার করুন