২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৩১:৩৭ পূর্বাহ্ন


হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির অভিষেক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-১১-২০২৫
হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির অভিষেক নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের অভিষেক অনুষ্ঠান হয়ে গেল। নবান্ন রেস্টুরেন্টে গত ১৬ নভেম্বর রাতে এই আঞ্চলিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে বিদেশের মাটিতে হবিগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরাসহ এলাকার মানুষের কল্যাণের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ আজদু মিয়া তালুকদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। গেস্ট অব অনার বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য ওয়াছি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, চৌধুরী প্রফেশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী, জালালবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক উপদেষ্টা ও আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, বিশিষ্ট অ্যাকটিভিস্ট হাসান আলী, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম মানিক, অভিষেক কমিটির আহ্বায়ক মো. শফিউদ্দিন তালুকদার, মঞ্চে উপস্থিতি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমূল হাসান কোবাদ, নির্বাচন কমিশনার গাফ্ফার আহমেদ, নির্বাচন কমিশনার তাজুল ইসলাম তালুকদার, নির্বাচন কমিশনার লিয়াকত আলী প্রমুখ।

স্বাগত বক্ত্যব রাখেন-অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার, শুভেচ্ছা বক্ত্যব রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক ও অভিষেক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু।

২য় অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রর নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন ও নতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিকের সঞ্চালনায় বাকি অনুষ্ঠান পরিচালনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন-সদর সমিতির সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ আছকির, মো. আব্দুর রহমান, শেখ মোস্তফা কামাল, মোহাম্মদ লোকমান হোসেন লুকু, মুকিত ইসলাম, গোলাম রহিম শ্যামল, অ্যাডভোকেট মীর তাজুল ইসলাম, বিশিষ্ট অ্যাকটিভিস্ট হাসান আলী, আব্দুস শহীদ, সদস্য ওয়াছি চৌধুরী, বদরুল খান, আজমল হোসেন কুনু, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমূল হাসান কোবাদ নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে আতাউর রহমান সেলিম বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে মূলস্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে আমাদেরকে ব্যাপক ভূমিকা রাখতে হবে।

নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন সমাপনী বক্তব্য উপস্থিত হবিগঞ্জবাসীর উদ্দেশে বলেন, সবার সহযোগিতা আগামী ছয় মাসের মধ্যে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি বহুদিনের আশা-আকাঙ্ক্ষার কবর স্থান ক্রয় করা হবে।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন-সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক, সহ-সভাপতি আকবর হোসেন সর্পণ, সহ-সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী রাজীব, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ফখরুল আবেদীন মাছুম, ক্রীড়া ও যুব সম্পাদক জহির আহমেদ রাহুল, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার, মহিলা সম্পাদিকা নূর জাহান চৌধুরী রোমা, সদস্য মোহাম্মদ শফিউদ্দিন তালুকদার, মোহাম্মদ আতাউর রহমান, রেজাউল ভূঁইয়া রিজ, মোহাম্মদ আবু তাহের চৌধুরী, গোলাম মুহিত, মোহাম্মদ মানিক মিয়া।

অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ও নব নির্বাচিত সহ-সভাপতি সৈয়দ মোশাররফ হোসেন। এরপর বাংলাদেশ ও আমেরিকা জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন