প্রবাসে পেশাজীবীদের সংগঠন শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক ইনকের ইফতার ও দোয়া মাহফিল ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলটি গত ৮ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে শাপলা পরিবারের সদস্য ছাড়াও কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের সফল সভাপতি ওয়াসিম উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন সিদ্দিকী, উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা আবুল কাশেম, সাবেক সভাপতি নূরুল হাসান, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, বাংলাদেশ সোসাইটির কার্যকরি সদস্য এ বি সিদ্দিক পাটোয়ারি, সংগঠনের কার্যকরি সদস্য ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মামুন মিয়াজি, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা ফিরোজা, সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের অন্যান্যের উপস্থিত ছিলেন কার্যকরি সদস্য রহিম চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এফ উদ্দীন রাজিব, অর্থ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, সহ অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ রিপন, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, ইশতিয়াক রুমি, শাহাদাত হোসেন রাজু প্রমুখ।
অনুষ্ঠানে মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
সভাপতি ওয়াসিম উদ্দীন ভূইয়া ইফতার ও দোয়া মাহফিল সফল করার জন্য সবার প্রাত কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।