০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


বিএনপির মোমবাতি প্রজ্বলন শান্তিপূরন কর্মসূচিতে হামলা
বনানীতে রক্তাক্ত তাবিথ আউয়াল
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২২
বনানীতে রক্তাক্ত তাবিথ আউয়াল তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে/ছবি সংগৃহীত


জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হামলায় বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন।


তাবিথ আউয়ালকে গুলশানের একটি হোটেলে নেওয়া হয়েছে। জানা গেছে, শনিবার বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়কের এক পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী মোমবাতি হাতে নিয়ে ফুটপাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশ নেন।  এটা ছিল পূর্বে ঘোষনা করা একটি শান্তিপূর্ণ কর্মসূচী। আর যেটা আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর বিএনপি। ওই কর্মসূচিতেই ওই হামলা হয়েছে।

হামলায় নিজেও আহত হয়েছেন উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, ‘আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য যখন প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন, নারী কর্মীরাও আহত হয়েছেন। এ হামলায় তাবিথ আউয়াল গুরুতরভাবে আহত হয়েছেন। বিস্তারিত আরও পরে বলা যাবে। এভাবে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হতে পারে, তা মাথায়ই আসে না’ উল্লেখ করেন। 

এ হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান শামা ওবায়েদ ও আহত হয়েছেন। 


বনানীর ওই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি/ছবি সংগৃহীত 



উল্লেখ্য, বনানীর ওই মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণায় বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু এর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা  কর্মীরা।

 


শেয়ার করুন