১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০৬:৫৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে- নাহিদ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে ব্যাপক সংঘর্ষ চারজন নিহত নিউইয়র্কে ২০ লাখ মানুষ মেডিকেইড ও ৩ লাখ পরিবার স্ন্যাপ সুবিধা হারাবে নতুন ভিসা ফিতে বাংলাদেশিদের খরচ বাড়বে আড়াই গুণ ট্রাম্পের বিরুদ্ধে ২ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি মাহমুদ খলিলের টেক্সাসের অভিবাসন আইন এসবি ৪ অসাংবিধানিক ঘোষণা ফ্লোরিডার ‘সিনেট বিল ৪-সির কার্যকারিতা বন্ধ করলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট নতুন নীতি ঘোষণা : ৯ কারণে নাগরিকত্ব হারাতে পারেন জঙ্গিবাদে সতর্ক থাকার মার্কিনী পরামর্শে নানা প্রশ্ন এনসিপিসহ ১৪৪ নিবন্ধন প্রত্যাশী দলের তথ্যে ঘাটতি


একযুগের আইনি লড়াই : হিদায়া ইসলামিক সেন্টারের অনুমোদন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৫
একযুগের আইনি লড়াই : হিদায়া ইসলামিক সেন্টারের অনুমোদন


মিশিগানের পিটসফিল্ড টাউনশিপে দীর্ঘ ১৫ বছরের প্রচেষ্টা ও আইনি লড়াইয়ের পর অবশেষে মুসলিম সম্প্রদায়ের জন্য একটি নতুন কমিউনিটি সেন্টার নির্মাণের অনুমোদন মিলেছে। এলসওয়ার্থ রোডের দক্ষিণে, গলফসাইড রোডের মোড়ে, অ্যান আরবর ও ইয়পসিল্যান্টির মাঝামাঝি এই কেন্দ্রটি প্রতিষ্ঠিত হবে। ৫৮ হাজার বর্গফুটের এই প্রকল্পটিতে একটি মসজিদ, কমিউনিটি সুবিধা এবং এলসওয়ার্থ রোডের কাছে ১১টি ডুপ্লেক্স বিল্ডিং অন্তর্ভুক্ত থাকবে। এটি মুসলিমদের প্রার্থনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া কার্যক্রমের একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে স্থানীয় সব ধর্ম-বর্ণের মানুষ অংশ নিতে পারবেন।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে অ্যান আরবরে অবস্থিত অলাভজনক সংস্থা হিদায়া মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন। কেন্দ্রটিতে থাকবে আলাদা পুরুষ ও নারীদের প্রার্থনা কক্ষ, জিমন্যাশিয়াম, বাস্কেটবল কোর্ট, বহু-উপযোগী কক্ষ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্থান। অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহামাদ ইসা জানিয়েছেন, কেন্দ্রটি কোনো সদস্যভিত্তিক প্রতিষ্ঠান হবে না, বরং সব ধর্মবর্ণের মানুষের জন্য উন্মুক্ত থাকবে-এর মূল লক্ষ্য হবে সাংস্কৃতিক বোঝাপড়া ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য বৃদ্ধির পথ প্রশস্ত করা।

এ উদ্যোগের সূচনা হয়েছিল প্রায় ১৫ বছর আগে, যখন পরিকল্পনা ছিল একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠার। ২০১১ সালে টাউনশিপ কর্তৃপক্ষ প্রতিবেশীদের যানজট ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে পুনঃজোনিং অনুরোধ প্রত্যাখ্যান করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মিশিগান ইসলামিক একাডেমি, কেয়ারের সহায়তায় মামলা করে। এরপর ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ধর্মীয় জমি ব্যবহারে বৈষম্যমূলক আচরণের অভিযোগে টাউনশিপের বিরুদ্ধে মামলা দায়ের করে।

২০১৬ সালে, দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে টাউনশিপ ১.৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয় এবং আদালতের কনসেন্ট জাজমেন্টের মাধ্যমে কমিউনিটি সেন্টার নির্মাণের পথ খুলে যায়। অবশেষে ২২ মে পিটসফিল্ড টাউনশিপের পরিকল্পনা বোর্ড সর্বসম্মতিক্রমে প্রকল্পটির চূড়ান্ত স্থান অনুমোদন করে। এই সাফল্য শুধু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার সুরক্ষিত করেনি, বরং এলাকাজুড়ে সম্প্রীতি, সহনশীলতা এবং বহুসাংস্কৃতিক সহাবস্থানের এক নতুন অধ্যায় শুরু করেছে। কমিউনিটি সেন্টারটি স্থানীয় মুসলিমদের জন্য প্রার্থনার একটি নির্ভরযোগ্য স্থান যেমন হবে, তেমনি এটি হবে সবার জন্য খোলামেলা এক সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা।

শেয়ার করুন