০৮ মে ২০১২, বুধবার, ০২:৫১:১৫ অপরাহ্ন


বিয়ানীবাজারের মেয়র ফারুক উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৪
বিয়ানীবাজারের মেয়র ফারুক উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে অসুস্থ মেয়র ফারুকুল হকের সঙ্গে গোলাপশাহ সমাজ কল্যাণ সমিতির কর্মকর্তাদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ


সিলেটের বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক উন্নত চিকিৎসার জন্য গত ৭ এপ্রিল নিউইয়র্কে এসেছেন। জানা যায়, ২৫ মার্চ বিয়ানীবাজারে নিজবাড়িতে হঠাৎ করে পাকস্থলীতে অসহ্য ব্যাথা অনুভব করলে সঙ্গে সঙ্গে স্থানীয় আলফা ক্লিনিকে ভর্তি হন। ক্লিনিকের ডাক্তার সাব্বির ও ডাক্তার মাসুমের পরামর্শে ভালো চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা এ রোগকে pancreatities বলেছেন। ওই হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসার পর ব্যথা কিছু কম অনুভব করলে উন্নত চিকিৎসার লক্ষ্যে গত ৭ এপ্রিল নিউইয়র্ক আসেন। তিনি বর্তমানে ওজনপার্কে বসবাস করছেন।

এখানে এসে বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত, সবার পরিচিত বড়মাপের মানুষ লিংকন হাসপাতালে কর্মরত বিয়ানীবাজারের সন্তান ডাক্তার আব্দুল আহাদের স্মরণাপন্ন হন। অসুস্থ মেয়র ফারুকুল হক ওজনপার্কে আসার খবর পেয়ে তার গ্রামের সংগঠন গোলাপশাহ সমাজ কল্যাণ সমিতির সভাপতি সামছুল হক বেবুল, সেক্রেটারি জয়নাল আহমদ, উপদেষ্টা আব্দুর রাজ্জাক, সদস্য অপু গত ১১ এপ্রিল তার বাসায় এসে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও তার খোঁজখবর নেন। মেয়র ফারুকুল হক তার সুস্থতার জন্য সভার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন