১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৪৫:৪৩ পূর্বাহ্ন


নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইজ’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৬-২০২৫
নিউইয়র্কে ‘হোপ নেভার ডাইজ’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী প্রদশর্নীর উদ্বোধন করছেন আসমা আহমাদ মাসুদ


নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র হোপ নেভার ডাইসের উদ্বোধনী প্রদর্শনী। গত ২০ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনটি যেন পরিণত হয় জীবন জয় এবং মানবতার বিজয়গাথা উদযাপনের এক অনন্য উৎসবে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মানুষের জীবনযাত্রায় যেভাবে বিপর্যয় ডেকে এনেছিল সেই দুর্বিষহ দিনগুলোর কথা এবং তার বিপরীতে মানুষের অসীম ধৈর্য, সাহস, সংগ্রাম ও আশাবাদের কাহিনি উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। লেখক, সাংবাদিক ও নির্মাতা শামীম আল আমিনের গবেষণা, পরিকল্পনা, ও পরিচালনায় নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্রটি। ৪২ মিনিট দৈর্ঘ্যরে প্রামাণ্যচিত্রটি নিউইয়র্ককেন্দ্রিক কোভিড-১৯ সময়কালীন মানুষের অভিজ্ঞতা ও লড়াই তুলে ধরেছে এক অনন্য উপস্থাপনায়।

প্রদর্শনী শুরু হয় নতুন প্রজন্মের শিল্পী আলভান চৌধুরীর কণ্ঠে অনুপ্রেরণামূলক গান-We Shall Overcome দিয়ে। এরপর নির্মাতা শামীম আল আমিন তার বক্তব্যে প্রামাণ্যচিত্র নির্মাণের পেছনের প্রেরণা ও অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান উদ্বোধন করেন কানাডার টরন্টো থেকে নিউইয়র্কে আসা সংবাদপাঠিকা ও গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমাদ মাসুদ। শুভেচ্ছা বক্তব্য দেন এই প্রামাণ্যচিত্রের অন্যতম পৃষ্ঠপোষক, নিউইয়র্কের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান মেটা ইনফো টেক (এমআইটি)-এর প্রতিষ্ঠাতা ও সিইও মাহবুব সিদ্দিকী।

প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আগে আনুষ্ঠানিকভাবে এর পোস্টারের মোড়ক উন্মোচন করা হয়। পুরো মিলনায়তন সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ভরে ওঠে। সবাই এক নিঃশ্বাসে দেখেন প্রামাণ্যচিত্রটি, যেখানে তাদের অনেকেরই ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা এবং বাস্তবতা যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। প্রদর্শনী শেষে বিশিষ্টজনেরা তাদের অনুভূতি প্রকাশ করেন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি, বাংলাদেশ অস্কার কমিটির সদস্য ও বিশিষ্ট নাট্য অনুবাদক প্রফেসর আব্দুস সেলিম, খ্যাতিমান নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, বিশিষ্ট থিয়েটার গবেষক ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভসের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. বাবুল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শামীম রেজা। খুদে বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ।

এছাড়া সংস্কৃতিজন গোপন সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন-আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, নাট্যজন মিল্টন আহমেদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিয়া জাকির, নাসির আলী খান পল, রুবাইয়া রহমান, গ্রি ম্যাকানিক্যাল ইয়নকার্সের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও তোফায়েল চৌধুরী লিটনসহ অনেকে। ছিল প্রশ্নোত্তর পর্ব। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে, মঙ্গলালোকে’ গানটি দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। একরাশ মুগ্ধতা, বিষন্ন স্মৃতি আর বেঁচে থাকার প্রেরণা নিয়ে মানুষ ফিরে যায় যার যার ঘরে।

শেয়ার করুন