৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:১৫:০০ অপরাহ্ন


কনজেশন প্রাইসিংয়ে নিউইয়র্কে কমেছে যানজট, বেড়েছে রাজস্ব ও ব্যবসা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৫
কনজেশন প্রাইসিংয়ে নিউইয়র্কে কমেছে যানজট, বেড়েছে রাজস্ব ও ব্যবসা উইলিয়ামসবার্গ ব্রিজে কনজেশন প্রাইসিং টোল গ্যান্ট্রি-যানজট কমাতে আধুনিক পদক্ষেপ


নিউইয়র্ক সিটির কনজেশন প্রাইসিং প্রোগ্রামের ছয় মাস পূর্তিতে গভর্নর ক্যাথি হোকুল দাবি করেছেন, এই উদ্যোগটি ব্যাপক সফলতা পেয়েছে। তিনি গত ৪ জুলাই ঘোষণা করেছেন, নিউইয়র্ক সিটির কনজেশন প্রাইসিং প্রোগ্রাম চালুর ছয় মাস পর এটি অভাবনীয় সফলতা অর্জন করেছে। এই প্রোগ্রাম চালুর ফলে যানজট হ্রাস পেয়েছে, ব্যবসায়িক কার্যক্রম বেড়েছে এবং গণপরিবহনে যাত্রীর সংখ্যা মহামারিকালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ম্যানহাটনের ৬১তম স্ট্রিটের নিচে প্রবেশকারী যানবাহনের জন্য ৯ ডলারের বেস টোল আরোপের মাধ্যমে চালু হওয়া এই প্রোগ্রামটি শহরের যানজট হ্রাস, ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি এবং ট্রানজিট ব্যবস্থায় উন্নয়ন সাধনে সহায়ক হয়েছে বলে জানান তিনি।

গভর্নর হোকুল বলেন, “ছয় মাসের মধ্যেই এটি প্রমাণিত হয়েছে: কনজেশন প্রাইসিং নিউইয়র্কের জীবনযাত্রা আরো উন্নত করেছে। আমরা নিউইয়র্কে সাহসী সিদ্ধান্ত নিই, আর এই প্রোগ্রাম তারই এক উজ্জ্বল উদাহরণ-যানজট কমেছে, ব্যবসা ফুলে-ফেঁপে উঠেছে, গণপরিবহনে যাত্রী বেড়েছে এবং আমরা আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমে ঐতিহাসিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি।’

এমটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই কনজেশন প্রাইসিং থেকে আয় হয়েছে প্রায় ২১৯ মিলিয়ন ডলার। বছরের শেষে এটি ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই অর্থ ব্যবহার করা হবে এমটিএর সাবওয়ে, বাস, লং আইল্যান্ড রেল রোড এবং মেট্রো-নর্থ রেল রোডে ১৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পে। তথ্য অনুযায়ী, কনজেশন জোনে প্রতিদিন গড়ে ৬৭ হাজার কম গাড়ি চলাচল করেছে। সাবওয়ে যাত্রী সংখ্যা জানুয়ারি থেকে মে পর্যন্ত ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্রডওয়েতে রেকর্ড ১.৯ বিলিয়ন ডলার টিকিট বিক্রি হয়েছে, যা এই সেক্টরের জন্য সবচেয়ে বড় সিজন হিসেবে বিবেচিত হচ্ছে।

হোকুল জানান, আমরা বিগত পাঁচ মাস ধরে ফেডারেল সরকারের অবৈধ হস্তক্ষেপ মোকাবিলা করছি এবং আদালতে জয় পেয়েছি। ক্যামেরা বন্ধ হচ্ছে না, প্রোগ্রাম চলবে। এছাড়া নিউইয়র্ক স্টেট ও এমটিএ কনজেশন প্রাইসিং রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে এবং একটি প্রাথমিক নিষেধাজ্ঞা আদেশ পেয়েছে, যা প্রোগ্রামটি অব্যাহত রাখতে সহায়ক হয়েছে।

ছয় মাস পেরিয়ে কনজেশন প্রাইসিং প্রোগ্রাম নিউইয়র্কে ট্রান্সপোর্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা দিচ্ছে। যদিও কিছু নাগরিক এতে বিরক্ত, তবুও রাজস্ব বৃদ্ধি, যানজট হ্রাস এবং পরিবহন ব্যবস্থার উন্নয়ন প্রমাণ করছে যে এই বিতর্কিত উদ্যোগটি কার্যকরভাবে শহরের পরিবহন ও জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। তবে ভবিষ্যতে এর দীর্ঘমেয়াদি প্রভাব আরো সুস্পষ্ট হবে।

শেয়ার করুন