০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


পিকনিক স্পটে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৫
পিকনিক স্পটে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর প্রার্থনা রায় হিমি


পিকনিকে বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠার বদলে লাশ হয়ে ফিরতে হলো দুই বছরের ফুটফুটে এক শিশুকে। হতভাগ্য বাবা-মায়ের সামনেই ঘটে গেল এ মর্মান্তিক দুর্ঘটনা। অকালে ঝড়ে গেল বাবা ঋষিকেশ ও মা কল্পনা রায়ের ২ বছর ২ মাসের প্রিয় কন্যাসন্তান প্রার্থনা হিমি রায়।

গত ১০ আগস্ট নিউইয়র্কের বেলমন্ড লেক স্টেট পার্কে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বার্ষিক বারবিকিউ ও পিকনিকে এই হৃদয়বিদারক ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে পিকনিকে উপস্থিত সবাই।

উপস্থিত কয়েকজনের কাছে জানা যায়, দুপুর ২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় পিকনিকে অংশগ্রহণকারী একজন পিকনিক স্পটের কাছে তার পরিবারকে গাড়ি থেকে নামিয় দেন। এরপর সেই গাড়ি (জিইউজেড-৩১৬৪) সামনের দিকে যেতে থাকে। এমন সময় ঋষিকেশ রাস্তার অপর পাশে যেতে থাকে। কিন্তু তার পেছনে পেছনে সবার অজান্তে তার মেয়েও দৌড়ে যায়। এ সময়ে মেয়েটি গাড়ির নিচে চাপা পড়ে। সবাই চিৎকার দিলে গাড়ি থেমে যায়। তখনি ঋষিকেশ তার মেয়েকে গাড়ির নিচ থেকে বের করেন। ততক্ষণে মেয়েটির নাক ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে।

এরপর কে বা কারা ৯১১-এ ফোন করলে অ্যাম্বুলেন্স এসে রক্তাক্ত অবস্থায় প্রার্থনা হিমি রায়কে গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যায়। বিকালে হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করে। এ খবর পিকনিক স্থলে আসার সঙ্গে সঙ্গেই সবাই কান্নায় ভেঙে পড়ে। অনেকেই হাসপাতালে ছুটে যায়। প্রার্থনা হিমি রায়ের মৃৃত্যুতে অনেকেই গভীর দুঃখ প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এদিকে দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পিকনিকের সব কার্যক্রম বন্ধ রাখা হয়।

শেয়ার করুন