২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০১:২১:১০ পূর্বাহ্ন


কারাগারে ইশরাক
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
কারাগারে ইশরাক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরনের সময়, পুলিশ ইশরাক হোসেনকে আটক করে ছবি : সংগৃহীত


বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন কে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। 

গতকাল বুধবার মতিঝিল শাপলা চত্বর এর কাছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরনের সময়, পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মামলা পরোয়ানা রয়েছে। মামলাটি ২০২০ সালের নভেম্বরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের। গতকালই তাকে আদালতে হাজির করা হলে মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালতে ইশরাকের পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। যদিও বিচারক তা নাকচ করে দেন।

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। সাদেক হোসেন খোকার মৃত্যুর পরেই রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ইশরাক।

এরপরে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পুলিশের একটি সূত্র জানায়, শ্রমিক দলের নেতাদের সঙ্গে ইশরাক হোসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মতিঝিলে লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করে পুলিশ। এ সময় তার সমার্থকরা পুলিশকে বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পুলিশ পাহারায় বিএনপির এ নেতাকে থানায় নিয়ে যাওয়া হয়।  


শেয়ার করুন