০২ মে ২০১২, বৃহস্পতিবার, ০৩:৪৫:০৩ পূর্বাহ্ন


জ্যাকসন হাইটসের প্রিয়মুখ আব্দুল মজিদ আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২২
জ্যাকসন হাইটসের প্রিয়মুখ আব্দুল মজিদ আর নেই আব্দুল মজিদ


জ্যাকসন হাইটসের প্রিয়মুখ এবং জ্যাকসন হাইটস দারুল হেদায়া মজিদের পরিচালক এবং খাবার বাড়ি বিল্ডিংয়ের মালিক আব্দুল মজিদ আর নেই। জানা গেছে, আব্দুল মজিদ কয়েক সপ্তাহ আগে পাকিস্তান গিয়েছিলেন। তার সাথে গিয়েছিলেন পরিবার-পরিজনও। বিভিন্ন সূত্রে জানা গেছে, পাকিস্তানের লাহোরে তার দেশের বাড়ি। সেই লাহোরেই তিনি একটি ইসলামি অনুষ্ঠানে ছিলেন। সেখানেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন গত ১১ নভেম্বর। হার্ট অ্যাটাকের পর তিনি তার স্ত্রীর সাথে কথা বলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং ১ মেয়ে রেখে গেছেন। নামাজে জানাজা শেষে তাকে লাহোরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

এদিকে আব্দুল মজিদের মৃত্যুতে জ্যাকসন হাইটস বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার বিল্ডিংয়ে কয়েকশ বাংলাদেশির ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার মৃত্যুতে জেবিবিএ’র প্রেসিডেন্ট হারুণ ভুইয়া, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, শাহ গ্রুপের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরীসহ অনেকেই শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন