২৮ এপ্রিল ২০১২, রবিবার, ০৪:২৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শেরে বাংলা আপাদমস্তক একজন পারফেক্ট বাঙালি ছিলেন’ বিএনপির বহিস্কৃতদের জন্য সুখবর! মে দিবসে নয়পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ উপজেলা নির্বাচনে অংশ নেয়ার জের, বিএনপির বহিস্কার ৭৬ থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান ‘ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল’ খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে - হাবিবুল মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অনুমান ও অপ্রমাণিত অভিযোগ নির্ভর- পররাষ্ট্র মন্ত্রনালয়


বাংলাদেশে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৮-২০২৩
বাংলাদেশে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ট্রফি প্রদর্শনী


চলতি বছরের শেষের দিকে, অর্থাৎ ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। ভারত এ টুর্নামেন্টের একক আয়োজক। ১০ বিশ্বসেরা দলের অংশগ্রহণে ৪৮ ম্যাচ শেষে যে ট্রফিটা উঠবে চ্যাম্পিয়ন দলের হাতে, সে ট্রফি এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। অংশ নেওয়া দেশসহ অন্তত ১৯ দেশে প্রদক্ষিণ করবে এ ট্রফি। যার অংশবিশেষ বাংলাদেশে এসেছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। 

বাংলাদেশে এ ট্রফি কোথায় কোথায় প্রদর্শিত হবে সেটা ঠিক করেছে বিসিবি আগেই। যার প্রথম দিন নিয়ে যাওয়া হয় পদ্মাসেতুতে। ঘণ্টাখানেক ট্রফি রাখা হয়েছিল পদ্মাসেতুর কোলঘেষে ঠিক নিচে। বিভিন্ন মিডিয়ার ফটোগ্রাফাররা বেশ কিছুক্ষণ সময় ধরে তুলেছেন ছবি ও করেছেন ভিডিও। দ্বিতীয় দিন ট্রফি নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ভ্রমণের দ্বিতীয় দিনে ট্রফিটি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সকাল ৯টা থেকে তিন ঘণ্টা জাতীয় নারী ও পুরুষ দলের ক্রিকেটাররা, সাবেক ও বর্তমান আরো ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও সংবাদকর্মীদের প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। 

পরদিন ৯ আগস্ট বুধবার ট্রফিটি দেখার সুযোগ পাবেন আগ্রহী জনসাধারণ। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্দিষ্ট দূরত্বে থেকে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

তিন দিনের সফর শেষে ১০ আগস্ট বৃহস্পতিবার বিশ্বকাপ ট্রফিটি চলে যাবে কুয়েতে। এর আগে ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে গত ২৭ জুন শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ। ৮টি দেশ ঘুরে সোমবার প্রথম প্রহরে এটি আসে বাংলাদেশে। 

উল্লেখ্য, এবার বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া দলগুলো হচ্ছে, স্বাগতিক ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া,বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড। দুর্বল পারফরমেন্স দেখিয়ে বিশ্বকাপের এ মেগা আসরে কোয়ালিফাই করতে ব্যার্থ হয়েছে ওয়েস্টইন্ডিজ। 

এবার প্রতিটা দল রাউন্ডরবীন লিগে খেলবে একে অপরের বিরুদ্ধে। এরপর শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল এরপর। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

৫ অক্টোবর খেলা শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে ৭ অক্টোবর। ১০ অক্টোবর তাদের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ ইংল্যান্ড। এ দুটি ম্যাচই হবে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায়। 

এরপর তৃতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৪ অক্টোবর। পরের ম্যাচ ভারতের বিপক্ষে পুনেতে। ওই ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ২৪ অক্টোবর বাংলাদেশের পরের ম্যাচ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে সে ম্যাচ। 

বাংলাদেশের পরের দুইম্যাচ কোলকাতার ইডেনে। এতে প্রতিপক্ষ নেদারল্যান্ড (২৮ অক্টোবর) ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে খেলে এ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে। ১২ নভেম্বর সে ম্যাচ বাংলাদেশের।

শেয়ার করুন