২৯ এপ্রিল ২০১২, সোমবার, ০৪:১১:৩১ পূর্বাহ্ন


জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৮-২০২৩
জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ জাতিসংঘের সামনে স্টেট বিএনপির বিক্ষোভ


তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্ক স্টেট বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ অক্টোবর দুপুরে জাতিসংঘের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সবুর, নাসিম আহমেদ, গোলাম ফারুক শাহীন, বদরুল হক আজাদ, ভিপি জসীম, দেওয়ান কাওছার, জাহাঙ্গীর হোসাইন, কাওসার আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। শেখ হাসিনা যদি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন না দেয় তাহলে এই প্রবাস থেকেই তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে তারা বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সকল মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন