২৯ মার্চ ২০১২, শুক্রবার, ০৫:১৬:২৮ অপরাহ্ন


নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মসজিদগুলোতে ঈদের নামাজের ব্যাপক প্রস্তুতি
ঈদের জামাত কখন কোথায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২২
ঈদের জামাত কখন কোথায়


নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় আগামী ৯ জুলাই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার মসজিদগুলোতে ঈদের নামাজের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিগুলোতে কোরবানির প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে কোনো কোনো মসজিদে ঈদের নামাজ মসজিদেই অনুষ্ঠিত হবে। খোলা মাঠে ঈদের জামাত একটি অনুষ্ঠিত হবে আর মসজিদের ভিতরে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশিপরিচালনাধীন বিভিন্ন মসজিদের কমিটির লোকজন এবং ইমামরা জানিয়েছেন, কোরবানির ঈদের জামাত সাধারণত একটু সকালে অনুষ্ঠিত হয়। কারণ নামাজ পড়েই অনেকে কোরবানি দিতে যান। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন কোনো বৃষ্টি দেখাচ্ছে না। যেহেতু বৃষ্টি নেই, সেহেতু খোলা আকাশের নিচেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অন্য বছরের মতো এবারো ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে জ্যামাইকা বাংলাদেশ মুসলিম সেন্টারে। জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় থমাস এডিশন হাইস্কুল মাঠে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৯টায়। জ্যামাইকা মুসলিম সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ চৌধুরী মুসল্লিদের সাথে করে জায়নামাজ আনার অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যামাইকার দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মওলানা আব্দুল মুকিত জানিয়েছেন তাদের মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের অভ্যন্তরে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০টা ৩০ মিনিটে। প্রথম জামাত ছাড়া সকল জামাতেই মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

এস্টোরিয়ার আল-আমিন মসজিদের উদ্যোগে খোলা আকাশের নিচে মসজিদ সংলগ্ন ৩৬ স্টিট, ৩৬ অ্যাভিনিউ এবং ৩৭ অ্যাভিনিউয়ের মাঝে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বৃষ্টি বা আবহাওয়া খারাপ থাকলে ঈদের তিনটি জামাত সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৯টায় মসজিদের ভিতরে অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন ৭৩ স্ট্রিট রুজভেল্ট এবং ৪১ অ্যাভিনিউয়ের মধ্যে। বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার জানান, প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৮টা এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।

জ্যামাইকার দারুল উলুম মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মসজিদের ভিতরে। 

ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে।

জ্যামাইকা আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হিলসাইডের সুমান বি এন্থনী হাইস্কুল মাঠে।

ম্যানহাটনের মদিনা মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত হবে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন ওপেনরোড পার্কে।

জ্যামাইকার মসজিদ মিশনের উদ্যোগে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে সকাল ৬টা ১৫ মিনিটে, সকাল ৭টা ১৫ মিনিট, সকাল ৮টা ১৫ মিনিটে এবং সকাল ৯টা ১৫ মিনিটে।

নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত ৭টা ৩০ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, চতুর্থ জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং শেষ জামাত সকাল ১০টা ৩০ মিনিটে।

ওজনপার্কের মসজিদের ঈদের জামাতের সময়সূচি:আল আমান মসজিদ (ফরবেল স্ট্রিট): স্থানীয় ডি ও টি পার্কে নামাজ পড়ার জন্য অনুমতির  জন্য  কর্তৃপক্ষের সাথে  যোগাযোগ করা হচ্ছে। অনুমতি  পেলে  একটি  জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। অন্যথায় ৩টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল  সাড়ে ৭টায়। ২য় জামাত সকাল  সাড়ে ৮ টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।আল ফোরকান মসজিদ : (৭৭ স্ট্রিট ও গ্লীন মোর): মসজিদের সম্মুখে খোলা স্থানে ২ টি জামাত হবে।

১ম জামাত সকাল সাড়ে ৭ টায় ও দ্বিতীয় জামাত সকাল  সাড়ে ৮ টায়। বৃষ্টি হলে মসজিদের ভিতর ৪ টি  জামাত। প্রথম জামাত সকাল সাড়ে ৭ টায়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা১৫ মিনিটে। পরবর্তিতে  আধাঘন্টা  পর পর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।ফুলতলী  জামে  মসজিদ ( ওজনপার্ক): ঈদের একটি  জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ১৫ মিনিটে পিএস ৬৪ স্কুল মাঠে। প্রতিকূল আবহাওয়ার কারণে মসজিদে ৩টি  জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮ টায়। ২য় জামাত সকাল ৯ টায় এবং ৩য় জামাত সকাল  সাড়ে  ৯ টায়।


শেয়ার করুন