২৯ এপ্রিল ২০১২, সোমবার, ১১:২৮:০৫ পূর্বাহ্ন


বিএনপি দক্ষিণের বিজয় দিবসে বক্তারা
স্বাধীনতার চেতনা আজ ভূলুণ্ঠিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
স্বাধীনতার চেতনা আজ ভূলুণ্ঠিত


নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের আয়োজনে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কাবাব কিং রেস্টুরেন্টের পার্টি হলে ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা সংগঠনের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম। তার সহযোগিতায় ছিলেন যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক।

সভায় প্রধান অতিথি ছিলেন লংআইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহিন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।

বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর বিএনপি (দক্ষিণ)-এর সমাবেশে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘ঢাকায় গণসমাবেশে ঘোষিত বিএনপির ১০ দফা কর্মসূচি হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির সনদ। তাই দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি উদাত্ত আহ্বান রাখছি এই কর্মসূচির পক্ষে জনমত সৃষ্টির অভিপ্রায়ে সরব হওয়ার জন্যে।’

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টের পার্টি হলে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে।

প্রধান অতিথি লংআইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী বলেন, বাংলাদেশের নাজুক পরিস্থিতির উত্তরণে বিএনপির চেতনায় উজ্জীবিত সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহিন বলেন, বিজয়ের চেতনা আজ ভূলুণ্ঠিত। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মওলানা অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, বাংলাদেশে কেয়ারটেকার সরকার গঠনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সরব থাকবো।

সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান এবং নাসির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, স্টেট বিএনপি যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, মহানগর (উত্তর)-এর যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সাবেক ছাত্রনেতা জাফর তালুকদার, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, মহানগর বিএনপি (দক্ষিণ)-এর যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন রাজু, রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম এবং শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, দেওয়ান কাউছার, মো.  আশরাফ হোসেন এবং আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, যুবদল নেতা মনিরুল ইসালাম মনির, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মহানগর দক্ষিণের সদস্য গোলাম এন হায়দার মুকুট, সুমন সরদার, কৃষিবিদ সুলাইমান, তরিকুল ইসলাম পিন্স, সুলতান আহম্মেদ ভূইয়া, মিজানুর রহমান মিজান, মারুফ আহম্মেদ, জামালুর রহমান চোধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য মো. মোতাহার হোসেন, আব্দুল কাইউম, হায়দার আলী খান, মোসলে উদ্দিন মুসা, মহানগর উত্তরের সদস্য মো. লিয়াকত আলী, সুলতান মাহমুদ সিদ্দিকি, শাহজাহান টিপু, মনিরুল ইসলাম আলমগীর। আরো ছিলেন মহানগর দক্ষিণের নেতা মো. হুমায়ুন কবির, ফয়সাল হোসেন, মো. আকন্দ, শফিকুর রহামান তপু, খাইরুল কবির, তহমিনা আক্তার, মো. মোসলে উদ্দিন, মিজান রহমান, মো. দিদার হোসেন, মরিয়ম বেগম, মোহাম্মদ খান প্রমুখ।

শেয়ার করুন