০২ মে ২০১২, বৃহস্পতিবার, ১০:৩৪:১৩ পূর্বাহ্ন


বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস্ ১৯৭১-র বিজয় দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৪
বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস্ ১৯৭১-র বিজয় দিবস উদযাপন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন


বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরানস্ ১৯৭১, ইউএসএ এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমূল হুদা। অতিথির মঞ্চে ছিলেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমদ, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, জাতিসংঘ বাংলাদেশের অস্থায়ী মিশনের প্রেস সেক্রেটারী মোহাম্মদ নাসির উদ্দিন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম প্রমুখ।

৩০ ডিসেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা খুরশেদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা মগবুল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা বি এম জাকির হোসেন হিরু ও মুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এই বিজয়কে সমুন্নত রাখতে হলে আমাদের সজাগ থাকতে হবে। বিজয় দিবসে আমাদের অঙ্গীকার হোক অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

সভাপতির ভাষণে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হয়, বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। তিনি বলেন,বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।

মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা প্রতিনিধি মিথুন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল আমীন। যদিও তিনি অনভিপ্রেত ঘটনার কারণে শেষ পর্যন্ত ছিলেন না।

অনুষ্ঠানের শুরুতে শেষে সবিতা দাসের পরিচালনায় জাতিয় সংগীত ও সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন।

শেয়ার করুন