২০ এপ্রিল ২০১২, শনিবার, ০২:১২:৬ পূর্বাহ্ন


মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা
নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ঈদ উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২২
নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ঈদ উদযাপন দারুস সালাম মসজিদে ঈদের জামাত


ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আহাওয়া খারাপ থাকায় বা বৃষ্টি থাকায় এবার অধিকাংশ মসজিদের ভিতরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আবার কোথাও কোথাও ঈদের জামাত খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে। তবে অধিকাংশ মসজিদের পক্ষ থেকেই খোলা আকাশের নিচে ঈদ জামাতের কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো কিন্তু ঈদের সকালে বৃষ্টির কারণে সেই কর্মসূচির পরিবর্তন করা হয়। একটি জামাতের পরিবর্তে কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের ভিতরে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ায় অধিক মুসল্লির উপস্থিতিতে সর্বোচ্চ ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এসব ঈদ জামাতে মহিলারাও নামাজ আদায় করেন। এসব জামাত শেষে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এবার নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় ৩০টি রোজা রাখা হয়েছে এবং সবাই একত্রে ঈদ উদযাপন করেন। এদিন ছিলো নিউইয়র্ক সিটির স্কুলে সরকারি ছুটি। যে কারণে মসজিদগুলোতে নতুন প্রজন্মের উপস্থিতি ছিলো লক্ষণীয়। অভিভাবকদের সাথে তাদের সন্তানরাও পায়জামা পাঞ্জাবি পরে ঈদ জামাতে অংশগ্রহণ করে। ঈদের খুতবা এবং দোয়ায় যেসব মুসলিম দেশে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে- বিশেষ করে ভারতের কাশ্মির, ফিলিস্তিনি, বার্মা, চীনের মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়। সেই সাথে রাশিয়া এবং ইউক্রেইনের যুদ্ধ বন্ধের জন্য দোয়া করা হয়।

জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ছাড়া সকল জামাতেই মহিলাদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ঈমাম মওলানা আব্দুল মুকিত।

এস্টোরিয়ার আল আমিন মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত সকাল অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মওলানা লুত্ফুর রহমান। তিনটি জামাতেই মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়।

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে খোলা আকাশের নিচে ৭৩ স্ট্রিটের ওপরে একটি জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টি কম থাকায় মুসল্লিরা খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন।

শেয়ার করুন