২৯ এপ্রিল ২০১২, সোমবার, ৬:৫৩:৩১ পূর্বাহ্ন


মিশিগানে যুদ্ধবিরোধী র‌্যালি অনুষ্ঠিত
জুয়েল খান, মিশিগান
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
মিশিগানে যুদ্ধবিরোধী র‌্যালি অনুষ্ঠিত ক্যাপশন: মিশিগানে যুদ্ধবিরোধী র‌্যালি


যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে যুদ্ধবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের দাবিতে মিশিগান বাংলা প্রেসকাব অব ইউএসএ’র উদ্যোগে ২৭  মার্চ হ্যামট্রামিক সিটির হলব্রæক পয়েন্টে যুদ্ধবিরোধী এই র‌্যালি অনুষ্ঠিত হয়। মিশিগান বাংলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিশিগান বাংলা প্রেসকাবের সভাপতি হেলাল উদ্দিন রানা, উত্তর আমেরিকা আলোর মিশিগান প্রতিনিধি পার্থ সারথী দেব, মিশিগান বাংলা প্রেসকাবের সহ-সভাপতি শফিক রহমান, প্রচার সম্পাদক জুয়েল খান, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন, সহ-সভাপতি রুহেল আমীন, নিউইয়র্ক বাংলাদেশি কমিউনিটি নেতা কামাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফারিশ আহমেদ, বড়লেখা সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক হাবিব রহমান, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের উপদেষ্টা  মুজিব আহমেদ মনির, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগান ইউএসএর উপদেস্টা বাবুল মিয়া সোহেল, কমিউনিটি নেতা আতিকুল হক, বকুল তালুকদার, এমএ শাহজাহান হিটলার, সোলাইমান আল হাসান।

র‌্যালিতে অংশ নেয়া জয়দীপ চৌধুরী বলেন, কোনো যুদ্ধ মানুষের কল্যাণ বয়ে আনে না। আমরা যুদ্ধ চাই না শান্তি চাই। বিধান রায় বলেন, মানবতার ডাকে সাড়া দিয়ে র‌্যালিতে অংশ নিয়েছি। মানব হত্যা নয় মানবতার জয় হোক। তীব্র ঠান্ডা উপো করে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশ নেন। এ সময় অনেকের হাতে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড দেখা যায়।


শেয়ার করুন