২৬ এপ্রিল ২০১২, শুক্রবার, ০১:০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :


মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন
ওয়ার্ক পারমিটের মেয়াদ ৫৪০ দিন পর্যন্ত সাময়িক বৃদ্ধি
মঈনুদ্দীন নাসের
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
ওয়ার্ক পারমিটের মেয়াদ ৫৪০ দিন পর্যন্ত সাময়িক বৃদ্ধি


ওয়ার্ক পারমিট নবায়নের কতিপয় ক্যাটাগরির আবেদনকারীর আবেদন স্থগিত থাকাকালীন সময়ে স্বয়ংক্রিয়ভাবে তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করার বিধি জারি করা হয়েছে। আপনার আবেদন যথাসময়ে পেশ করা হলে সাধারণত ওয়ার্ক পারমিটের মেয়াদোত্তীর্ণ হলে ১৮ দিন সময় বাড়ানো হয়। সাময়িকভাবে চূড়ান্ত রুলে বলা হয়েছে, ১৮০ দিন পর ৩৬০ দিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হবে এবং সর্বমোট ৫৪০ দিন মেয়াদ বৃদ্ধি করা হবে। বর্তমানে ১৮০ দিন সময় বৃদ্ধি করা হলেও তার মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে না। অনেক সময় ওয়ার্ক পারমিট পেতে ১১ থেকে ১২ মাস সময় লাগে এ জন্য এ ব্যবস্থা করা হয়েছে। 

আপনি এই বর্ধিতকরণের সুযোগ নিতে পারবেন, যদি আপনি আপনার বর্তমান ওয়ার্ক পারমিটের মেয়াদোত্তীর্ণ হওয়ার পূর্বে আবেদন করেন।

আর যদি আপনার নবায়ন নিম্নে বর্ণিত ক্যাটাগরির মধ্যে পড়ে; (তালিকা দেখে নিন)

এই অস্থায়ী বৃদ্ধি যারা ওয়ার্ক পারমিটের আবেদন বা ফরম আই-৭৬৫ জমা দিয়েছেন, কিন্তু তাদের আবেদন স্থগিত আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি আই-৭৬৫ ২০২২ সালের ৪ মে’র পূর্বে জমা দেয়া হয় আর আপনার ১৮০ দিন অটোমেটিক সময় বৃদ্ধি, তারপর শেষ হয়ে যায় অথবা শেষ না হয়, তাহলেও আপনি এ সুযোগ নিতে পারবেন অথবা ২০২২ সালের ৪ মে থেকে ২০২৩ সালে ২৬ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করে থাকেন, তাহলে এ সুযোগ নিতে পারবেন। যদি আপনি ২৬ অক্টোবর ২০২৩ সালের পরে আবেদন করে থাকেন, তাহলে স্বাভাবিক ১৮০ দিন স্বয়ংক্রিয় সময় বহাল থাকবে। অর্থাৎ ৫৪০ দিনের বর্ধিত সুযোগ ২০২৩ সালের ২৬ অক্টোবরের মধ্যে যারা আবেদন করবেন, তারা পাবেন। 

অটোমেটিক সময় বৃদ্ধির প্রমাণ : আপনি যদি ৪ মে ২০২২ সালের পর এবং ২৩ অক্টোবর ২০২৩ সালের মধ্যে আবেদন করেন, তাহলে এ সুযোগ পাবেন। আপনি যদি মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটের সঙ্গে মেয়াদোত্তীর্ণ হয়নি এমন আই-৯৪ ডকুমেন্টের সঙ্গে এইচ-৪, ই অথবা এল-২ (ডিপেনডেন্ট স্কডিন) এবং তৎসঙ্গে ই-আইএস, ই-২এস, ই-এএস, এবং এন২ এস ক্লাস অব অ্যাডমিশন কোড থাকে, তাহলে তা ওয়ার্ক পারমিট পাওয়ার প্রমাণ হিসেবে কাজ করবে।

আপনার যদি ১৮০ দিন বৃদ্ধি শেষ হয়ে যায়, ৪ মে ২০২২ সালের পূর্বে, তারপরও আপনি ৫৪০ দিন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির সুযোগ নিতে পারবেন। ৫৪০ দিন গুনবেন ওয়ার্ক পারমিটে বর্ণিত মেয়াদোত্তীর্ণ সময় থেকে। 

যেসব ক্যাটাগরি এই সুযোগ পাবে: এ-৩ রিফিউজি, এ-৫ অ্যাসাইলাম যারা পেয়েছেন, এ-০ যাদের ডিপোর্টেশন উইথহেল্ড করা হয়েছে; এ-১২ টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস এ-১৭ ই নন ইমিগ্র্যান্ট ক্যাটাগরির স্টাডিজ; এ-১৮ এল-১ ও এল-২ ক্যাটাগরির; সি-এ সেকশন ২৪৫-এর আওতায় গ্রিন আবেদনকারী; সি-১০ ডিপোর্টেশন সাসপেন্ড করার আবেদনকারী; সি-২৪ লাইক লিগে লাইজেশন; সি-৮ যাদের অ্যাসাইলাম আবেদন পেন্ডিং রয়েছে; সি-২৬ এইচ-ওয়ানবি প্রিন্সিপাল নন ইমিগ্র্যান্টের স্টাডিজ; সি-৩১ ভিএডব্লিউএ এ ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন। 

অন্যান্য ক্যাটাগরিতে যারা ওয়ার্ক পারমিট পেতে পারেন, ইমিগ্র্যান্ট কনসালটেন্টের সঙ্গে তারা যোগাযোগ করে জেনে নিতে পারেন। 


শেয়ার করুন