০২ মে ২০১২, বৃহস্পতিবার, ১০:০৯:০১ অপরাহ্ন


জোটের প্রার্থী গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনের সমালোচনা করছে-মঈন খান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৪
জোটের প্রার্থী গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনের সমালোচনা করছে-মঈন খান ড. আব্দুল মঈন খান/ফাইল ছবি


‘এই নির্বাচন ভুয়া নির্বাচন। সরকার এই নির্বাচন করতে গিয়ে সবকিছু হযবরল করে ফেলেছে। শুধু তারা নয়, জোটের প্রার্থী এবং গৃহপালিত বিরোধী দলের প্রার্থীরা নির্বাচনের সমালোচনা করছে। আমাদের কোনো কিছু বলার প্রয়োজন নেই।’ কথাগুলো বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।   


আজ সোমবার রাজধানী শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।  
মঈন খান বলেন, রাজধানীতে বসে কে কোন সিটের এমপি হবে, তা ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে। কাজেই এ নির্বাচন একটি ভুয়া নির্বাচন এবং এই নির্বাচনে জনগণের প্রতিনিধি এমপি হবে না। এমপি হবে সরকারের সিলেকশনে, ইলেকশনে নয়। ৭ তারিখে যেটা করবে, সেটা হলো শুধু ফলাফল ঘোষণা করবে।   


তিনি আরো বলেন, ‘আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ জেগে উঠেছে। আমরা তাদের সঙ্গে নিয়ে সংগ্রামে বিজয়ী হব। এই মিথ্যা, ভুয়া নাটকীয় নির্বাচনের যে প্রহসন হচ্ছে, সেই প্রহসনকে আমরা বর্জন করেছি। মানুষকে সঙ্গে নিয়ে একদলীয় এই সরকারকে বর্জন করেছি। বুলেটের শক্তিতে নয়, পুলিশের ব্যাটনের শক্তিতে নয়, কোনো টিয়ারগ্যাসের শক্তিতে নয়, আমরা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব জনগণের শক্তিতে বলীয়ান হয়ে।’

শেয়ার করুন