০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৬:২৩:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৯-২০২৫
কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড গঠন সভায় উপস্থিত নেতৃবৃন্দ


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক ইউএসএ’ র ২০২৫-২০২৬-২০২৭ সেশনে ১১ সদস্য বিশিষ্ট চূড়ান্ত ট্রাস্টিবোর্ড গঠন করা হয়েছে। ট্রাস্টি বোর্ড এর সদস্যবৃদ্ধ হলেন- মো: আবু সুফিয়ান, মাওলানা আব্দুল আলিম জিহাদী, মাস্টার শাহ আলম, সেলিম জাহিদ, হাজী আব্দুল মান্নান, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, আবু নাসের চৌধুরী, আহসান উল্লাহ বাচ্চু, আবুল বাশার, নুরুল করিম মোল্লা ও মোহাম্মদ নাসিম।

ইতঃপূর্বে একই সেশনে ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর রবিবার কার্যকরি কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সবুজের সঞ্চালনায় এবং সভাপতি মোঃ নুর আলম সিদ্দিক মুন্নার সভাপতিত্বে এসোসিয়েনের বর্তমান কার্যক্রম এবং করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বিগত শেসনে এসোসিয়েশনের জটিলতা এবং মামলা পর্যালোচনা করে ২০২৫-২০২৭ সেশনে ট্রাস্টি বোর্ডের সদস্যগণ সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্ধারণ না করার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য ইতিপূর্বে কার্যকরি কমিটি গঠনতন্ত্র রিভিউ কমিটি গঠন করেন। উক্ত কমিটি পূর্বের মামলা জটিলতার কারণসমূহ চিহ্নিত করে একটি সময়োপযোগী গঠনতন্ত্র প্রণয়ন করবেন।

ট্রাস্টি বোর্ড গঠন শেষে সভাপতি মোঃ নুর আলম সিদ্দিক মুন্নার ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ সবাই ধন্যবাদ জানিয়ে বলেন, আসুন আমরা আমাদের প্রিয় সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক ইউএসএ’র কল্যাণে কাজ করি এবং প্রবাসে এসোসিয়েশনের সুনাম অক্ষুন্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করি।

শেয়ার করুন