০৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ০১:০৭:০৯ পূর্বাহ্ন


বিয়ানীবাজার সমিতির নির্বাচন
রুহুল-অপু পরিষদের সভা ও প্যানেল পরিচিতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-১০-২০২৫
রুহুল-অপু পরিষদের সভা ও প্যানেল পরিচিতি প্যানেল পরিচিতি পর্ব


বিয়ানীবাজার সমিতির ঘর ব্যক্তি মালিকানা থেকে সমিতির নামে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত। সেই সাথে বিয়ানীবাজার কমিউনিট সেন্টার উপহার দেয়ার পরিকল্পনা উত্থাপন করার মধ্যেই গত ৬ অক্টোবর ওজনপার্কের একটি পার্টি হলে রুহুল-অপু প্যানেলের নির্বাচনি ও প্যানেল পরিচিতি সভায় সভাপতি প্রার্থী মুহিবুর রহমান রুহুল এ কথা বলেন। রুহুল-অপু প্যানেলের আহ্বায়ক আহমদ মোস্তফা বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলীমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন সমিতির সাবেক উপদেষ্টা হাজী শামছুল ইসলাম। বেলাল আহমদের স্বাগতিক বক্তব্যের পর অনুষ্ঠিত হয় প্যানেল পরিচিতি। প্যানেল পরিচিতি অনুষ্ঠান চলাকালীন সময়ে হলে তিলধারনের ঠাঁই ছিল না। স্থানাভাবে লোকজনকে হলের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্যানেল পরিচিতি চলাকালীন সময়ে তোমার আমার পরিষদ রুহুল-অপু পরিষদ, সবার সেরা পরিষদ রুহুল-অপু পরিষদ-মুহুর মুহুর শ্লোগানে মুখরিত হতে থাকে। প্যানেল পরিচিতি অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ পরিচয় তুলে ধরেন। শেষে সভাপতি পদ প্রার্থী মুহিবুর রহমান রুহুল ও সেক্রেটারি পদপ্রার্থী রেজাউল আলম অপু বক্তব্য রাখেন।

সভাপতি প্রার্থী মুহিবুর রহমান রুহুল বলেন, সভাপতি মাসুদুল হক ছানুর সাথে সেক্রেটারি থাকাকালীন নিউজার্সী মেমোরিয়াল কবর স্থানে ১১৩টি কবর ক্রয় করা হয়। মকবুল রহিম চুনই সভাপতির সাথে সেক্রেটারি থাকাকালীন বিয়ানীবাজার সমিতির ১০ঘর ঋণমুক্ত হয়েছে। অথচ ঋণমুক্ত হওয়ার দীর্ঘ দিন অতিবাহিত হলেও কেন বিয়ানীবাজার সমিতির ঘর ব্যক্তি মালিকানা থকে সমিতির নামে করা হয়নি। রুহুল বলেন, তার প্যানেল নির্বাচিত হলে যে কো উপায়ে সমিতির ঘর ব্যক্তি মালিকানা থেকে সমিতির নামে করা হবে। সেই সাথে বিয়ানীবাজার সেন্টার উপহার দেয়া হবে। ভোটারদের প্রতি আবেদন করে বলেন, ২৬ অক্টোবর একটা দিন আমাদেরকে সময় দিয়ে রুহুল-অপু প্যানেলকে ভোট প্রদান করে জয়যুক্ত করুন। আমরা আপনাদেরকে ২বছর সময় দিবো। রুহুল উপস্থিত সবাইকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

সেক্রেটারি পদপ্রার্থী রেজাউল আলম অপু বক্তব্যের শুরুতেই সমিতির জন্মলগ্ন থেকে অদ্যাবধি যারা কাজ করে সমিতিকে এপর্যায়ে নিয়ে এসেছেন তাদের মধ্যেই যারা লোকান্তরীত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যারা লোকালয়ে রয়েছেন তাদের দীর্ঘায়ু ও.সুস্বাস্থ্য কামনা করেন। অপু বলেন, বিগত দুই বছর আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে সাধ্যমত কাজ করেছি। অনেক কাজ চেষ্টা করেছি করার জন্য। এবারের ভোটার নিবন্ধন প্রক্রিয়াকে বিয়ানীবাজার সমিতির ইতিহাসে স্বচ্ছ নিবন্ধন বলে উল্লেখ করেন। সেক্রেটারি পদপ্রার্থী অপু বলেন, ডাবল ভোটের নিবন্ধনে পরিষদে আলোচনা করেছি। ডাবল ভোটারদের মার্ক করা হয়েছে। অপু তার বক্তব্যে বলেন, গত বারের চেয়ে এবার ডাবল ভোট কম হয়েছে। বেশি ডাবল ভোট নিবন্ধনে তার উপর অভিযোগের উত্তরে অপু বলেন, ভোটারদের কাছে যারা প্রত্যাখ্যাত হয় তারা এ সব কথা উত্থাপন করে। একই ফোন নম্বর দিয়ে অনেক ভোটার নিবন্ধের প্রেক্ষিতে অপু বলেন, অনেক ভোটার তাদের নিজস্ব ফোন নম্বর না দেয়ার পরিবর্তে আমার ফোন নম্বর দেয়ার কথা বলেন। তারা বলেছেন, তাদের নিজস্ব ফোন নম্বর দেয়া হলে প্রার্থীরা সময়- অসময় ফোন দিয়ে বিরক্ত ও .বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এ থেকে পরিত্রাণে ভোটারদের অনুরোধে এ কাজ করা হয়। সেক্রেটারি পদপ্রার্থী.অপু বলেন, ভোটার নিবন্ধনে গঠনতন্তের নিয়মের বাইরে হয়নি। আগামী ২৬ অক্টোবর বিয়ানীবাজার সমিতির নির্বাচনের দিন পরিবার, আত্মীয়-স্বজনকে.নিয়ে ভোট প্রদান করে রুহুল-অপু প্যানেলকে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বুরহান, মাসুদুল হক ছানু, মকবুল রহিম চুনই মোস্তফা কামাল, সাবেক উপদেষ্টা শামছুল ইসলাম, মুজিবুর রহমান তোতা, এনা চৌধুরী, মতলুব রহিম নুনই, সাবেক উপদেষ্টা আব্দুল হক মনিয়া, মখলিছ মিয়া, ফারুক উদ্দিন, আছাদ উদ্দীন, আবুল হোসেন, আলী রীজবী মকদ্ছ, বাহার উদ্দিন চান্স আলী, করিম উদ্দিন, ফয়সল আহমদ বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, উজ্জ্বল চৌধুরী, বেলাল আহমদ, হাবিবুর রহমান পাখি, আজাদ উদ্দীন, নজরুল ইসলাম, গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, সেবুল আহমদ, কামাল আহমেদ, জিয়াউল হোসেন, মাহবুবুর রহমান গেদু। রুহুল-অপু প্যানলের যুগ্ম সদস্য সচিব বিলাল উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার প্রচার সম্পাদক ফয়সল আহমদ, স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকার যুগ্ম সম্পাদক হাছান আহমদ। 

প্যানেল পরিচিতি: সভাপতি মুহিবুর রহমান (রুহুল), সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক রেজাউল আলম (অপু), সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ, কোষাধ্যক্ষ রেজাউল হক (রেজা), সাংগঠনিক সম্পাদক শামছুল আলম (শিপলু), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ আহমদ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক ছিদ্দিক আহমদ, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান (রুবেল), মহিলা বিষয়ক সম্পাদক হাফছা ফেরদৌস হেলেন। কার্যকরি সদস্য নুরুজ্জামান জামান সোহেল, মোহাম্মদ আবদুল আহাদ (জুনেদ), উমর মোহাম্মদ সিদ্দিকি (জুন্না), মোহাম্মদ জাকির হোসেন (অপু), মোহাম্মদ জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম মনসাদ, আল মোস্তাজাব।

শেয়ার করুন