১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ১১:৪৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি মনোয়ার ও সা. সম্পাদক মমিন নির্বাচিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্টিত হবে- প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর হিজাব পরে মেয়েরা ভলিবল খেলায় ইতিহাস গড়লো মামদানির বিজয়ের নেপথ্যে জারা রহিম মুক্তি পাচ্ছেন ব্রিটিশ ভাষ্যকার সামি হামদি জুলাই সনদের বাইরের সিদ্ধান্তের দায় সরকারের : বিএনপি হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘে দুই আইনজীবীর আপিল ১০ মাসে যুক্তরাষ্ট্রে ৮০ হাজারেরও বেশি ভিসা বাতিল নজরদারিতে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা


রাজু আলীম এর চলচ্চিত্র
‘পিতার ছবি’র মহরত
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৩
‘পিতার ছবি’র মহরত


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সম্প্রতি এফডিসির জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব ২০২৩’। দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীড. হাছান মাহমুদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমনসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি রাজু আলীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।


প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পরও স্বাধীনতা পূর্ণতা পায়নি। এটি পূর্ণতা পায় ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে প্রথমে যাননি, গেছেন জনতার কাছে। এমন একটি দিনকে উপলক্ষ করে চলচ্চিত্র উৎসব আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ।’ পুরো আয়োজন উপস্থাপনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা।

দিনব্যাপী এই উৎসবে ‘গেরিলা’, ‘শ্যামল ছায়া’, ‘মেঘের পরে মেঘ’ ও ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমাগুলো প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিবেদিত ইমপ্রেস টেলিফিল্ম এর চলচ্চিত্র রাজু আলীম এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ‘পিতার ছবি’র শুভমহরত ঘোষণা ও পোস্টারে স্বাক্ষর করেন তথ্যও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি। 


শেয়ার করুন