১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ০৯:৩১:১২ পূর্বাহ্ন


দেশকে নাজনীন নীহা
নাটকই আমার ভালোবাসার জায়গা
আলমগীর কবির
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৫
নাটকই আমার ভালোবাসার জায়গা নাজনীন নীহা


নাটকের পর্দা আর অভিনয় এটাই নাজনীন নীহার ভালোবাসার জায়গা। সম্প্রতি মিউজিক ভিডিওর প্রস্তাব এসেছে, তবু তার ফোকাস এখনো নাটকেই। এই সাক্ষাৎকারে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে শেয়ার করেছেন অভিনয়, নতুন প্রজেক্ট ও নিজের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি। তার সঙ্গে কথা বলেছেন আলমগীর কবির

প্রশ্ন: নাটকেই বেশি ব্যস্ত ছিলেন, হঠাৎ মিউজিক ভিডিওর কাজে আগ্রহী হলেন কেন?

উত্তর: মিডিয়াতে আসার আগে থেকেই ইমরান [ইমরান মাহমুদুল] আমার ভালো বন্ধু। সে তো ভালো গান গায়। সংগীত পরিচালক হিসেবেও সুনাম আছে। অনেক আগেই তাকে বলেছিলাম যে তার মিউজিক ভিডিওতে কাজ করব। সেই জায়গা থেকে প্রথমে ‘জানে মন’ গানের মডেল হয়েছিলাম। গানটি সবাই বেশ গ্রহণ করেছে। সম্প্রতি সে ‘শুধু তোমাকে ছাড়া’ গানটির মডেল হওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়। আমি হ্যাঁ বলেছি। তবে এটা আদৌ আমরা করতে পারব কিনা জানি না। শুটিংয়ের একটি ডেট নিয়ে এরই মধ্যে কথা হয়েছে। ওই সময়টা আমার টানা শুটিং আছে। দেখা গেল আমি একটু ফ্রি আছি, তখন ইমরানের হাতে সময় নেই। গানটি আমার পছন্দ হয়েছে। যদি সময় বের করতে পারি, তাহলে অবশ্যই করব।

প্রশ্ন: নাটকের কাজ কমিয়ে দিয়েছেন মনে হয়।

উত্তর: এই সময়ে আমি একটু কম কাজ করছি। লেখাপড়ায় সময় দিচ্ছি। পরিবারের সঙ্গেও সময় পার করছি। একটু খেয়াল করে দেখবেন, শুরু থেকেই আমি কম কাজ করি। আসলে আমার টানা কাজ করতে ভালো লাগে না। কাজের জন্য প্রস্তুতির অনেক কিছু থাকে- কস্টিউম থেকে শুরু করে চরিত্রে ঢোকা এবং গল্পটি নিজের মধ্যে ধারণ করার জন্য সময়ের দরকার। এসব কাজে একটু সময় নেওয়া উচিত। আমি যত কম কাজ করব, দর্শকের আকর্ষণ তত বেশি থাকবে। অভিনয়ে এখনও আমি পরিপক্বভাবে পৌঁছাইনি, তাই অনেক বেশি কাজ করার দরকার নেই। যত কম কাজ করব, সেই কাজটাই ভালোভাবে করব। এতে শিখতে পারব। এটাই আমার জন্য ভালো।

প্রশ্ন: ওটিটিতে আপনি অভিনয় করেননি। কারণ কী?

উত্তর: ওটিটির জন্য অনেক প্রস্তাব এসেছে। কিন্তু গল্প ও চরিত্রের সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নেওয়া যায়নি। আমি এখনো পুরোপুরি প্রস্তুত নই। সব কিছুর একটি সময় আছে। যখন পারব, তখনই করব। আপাতত নাটকই আমার ভালোবাসার জায়গা।

প্রশ্ন: চলতি বছরটি আপনার জন্য কেমন ছিল?

উত্তর: ‘মনদুয়ারী’, ‘মেঘ মালিকা’, ‘আশিকী’, ‘মায়াবতী’, ‘উইশকার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’সহ প্রতিটি নাটকই দর্শকপ্রিয় হয়েছে। বিষয়টা এমন না যে আমি ব্যাক টু ব্যাক অনেক কাজ করেছি। এগুলো আগের কিছু সময়ের জমানো কাজ। একটি মাসে এক কাজ করেছি। ঈদে দুই নাটকে অভিনয় করেছি। মাসে তিনটি কাজ করেছি-খুবই কম। আগামী বছরও ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চাই।

প্রশ্ন: আপনি কী জুটি প্রথায় বিশ্বাস করেন?

উত্তর: আমি সবার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে চাই। চাই না শুধু একজনের সঙ্গে জুটি হোক। এই কারণে প্রতিটি কাজেই সাড়া পাচ্ছি। জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান ভাইয়ের সঙ্গে কাজগুলো দর্শক গ্রহণ করেছে। সামনে আরও অনেকের সঙ্গে কাজ আসবে। যখন যার সঙ্গে কাজ করব, সবাই যেন মনে করে এই জুটির কাজটি ভালো হয়েছে।

প্রশ্ন: ‘সহযাত্রী’ নাটকটিতে কেমন সাড়া পাচ্ছেন?

উত্তর: নাটকটি সবাই ইতিবাচকভাবে নিয়েছে। আমাদের বিবাহিত জীবনে অনেক সমস্যা থাকে, সেটাই নাটকে দেখানো হয়েছে। বেশিরভাগ মানুষ তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে নাটকের মিল পেয়েছে। জোভান ভাইয়া ও আমার জুটিটা অনেকে পছন্দ করছে। মুহম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো ছিল।

প্রশ্ন: অভিনয়ের বাইরে অন্য কোনো ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন কি?

উত্তর: হ্যাঁ, আমি লেখাপড়ার পাশাপাশি ফটোগ্রাফি ও ভ্রমণেও আগ্রহী। এই ধরনের কাজ আমাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় এবং চরিত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।

প্রশ্ন: দর্শকরা আপনার অভিনয় নিয়ে কী আশা করতে পারে?

উত্তর: দর্শকরা আশা করবেন যে আমি যে কোনো চরিত্রে নিজেকে পুরোপুরি ঢেলে দিতে পারব। আমি চাই প্রতিটি চরিত্রের জন্য যথেষ্ট সময় নিই, যাতে দর্শকরা তা বিশ্বাসযোগ্যভাবে দেখেন। কম কাজ করলে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, এবং সেটাই দর্শকের কাছে বোঝা যায়।

শেয়ার করুন