০৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ০৩:৪৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
স্ন্যাপ সুবিধা ফিরলেও কঠোর নিয়মে বিপাকে ৪০ মিলিয়ন মানুষ মসজিদে ধারাবাহিক হামলা, উদ্বেগে মুসলিম সম্প্রদায় ফেব্রুয়ারি ১ থেকে রিয়েল আইডি ছাড়া বিমানযাত্রায় লাগবে ৪৫ ডলারের ফি নিউইয়র্কে শীতকালে ঘর গরম রাখার জন্য এনার্জি সহায়তার আবেদন শুরু দারিদ্র্যপীড়িত দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের আহ্বান ট্রাম্পের ১৯ দেশের গ্রিনকার্ডধারীদের পুনর্মূল্যায়ন শুরু তারেকের ‘ফেরা ইস্যু’ ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের কমিশন রিপোর্টে তোলপাড় রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় খালেদা জিয়া ১১ মাসে ২৮ জন বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী কর্তৃক নিহত হয়েছে


উত্তাল পাকিস্তান
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৩
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। গত বছর তাকে অপসারণের পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার একটির জন্য আজ মঙ্গলবার রাজধানীর একটি আদালতে হাজিরা দেয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতাকর্মীরা তার গ্রেফতারের পর সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছিল, কিন্তু, পুলিশ তাদের সতর্ক করেছে যে চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করার আদেশ কঠোরভাবে প্রয়োগ করা হবে।

খানকে ইসলামাবাদ হাইকোর্টে গ্রেফতার করে রাখা হয়েছে, নাকি অন্য কোথাও স্থানান্তর করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

একটি দুর্নীতি মামলার কথা উল্লেখ করে ইসলামাবাদ পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে ‘কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে এখন গোটা পাকিস্তান জুড়ে তান্ডব চলছে। নিরাপত্বার জন্য দেশটিতে সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।  হাজার হাজার পিটিআই সমর্থক নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে। সেনাবাহিনী কার্যালয়ে হামলাও এড়ায়নি। রাস্তায় রাস্তায় গাড়ী সহ বিভিন্নস্থানে আগুন ধরিয়ে দেয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রচন্ড বিক্ষোভে ফেটে পরছেন ইমরান সমার্থকরা। 

তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগকে সেনাবাহিনী  ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে সতর্ক করে দেয়ার একদিন পর এই গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন